TRENDING:

KKR: কেকেআর নষ্ট করছে ১০ কোটির অলরাউন্ডারকে! রাসেলের জায়গায় খেলানোর অনুরোধ কোচের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে তার দুজন অমূল্য রতন রোহিত শর্মা এবং শার্দুল ঠাকুর। মুম্বইয়ের বিখ্যাত কোচ দীনেশ লাড এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত কেকেআর টিম ম্যানেজমেন্টের ওপর। ফোনে তিনি জানালেন, আমি জানিনা শার্দুলের কোনও চোট আছে কিনা। যদি না থাকে তাহলে ওকে কেন বসিয়ে দিল কেকেআর? মনে রাখবেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেনে ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল ও।
কেকেআর জার্সিতে ফিরবেন শার্দুল?
কেকেআর জার্সিতে ফিরবেন শার্দুল?
advertisement

তারপর আর দুটো ম্যাচ সুযোগ দিয়ে বাদ দিয়ে দেওয়া হল। মানছি বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। কিন্তু অলরাউন্ডার হিসেবে রাসেল কী করছে? বল হাতে কয়েকটা উইকেট পেয়েছে। কিন্তু ব্যাট হাতে পুরো ফ্লপ। তাছাড়া রাসেলকে রাখা মানে একটা বিদেশি কোটা খরচ হচ্ছে। চন্দ্রকান্ত পন্ডিত কি ভাবছেন জানি না। আমার ছাত্র বলে বলছি না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দলেও আছে ও।

advertisement

আরও পড়ুন - কলকাতায় এসেই 'পাঠান ২' সিনেমার হিরো খুঁজে পেলেন রশিদ খান! ফোন করবেন শাহরুখকে?

দীনেশ স্যার নিশ্চিত শার্দুলকে আবার সুযোগ দিলে সে ব্যাট এবং বল দুটোতেই নিজেকে প্রমাণ করবে। এভাবে একজন ক্রিকেটারকে বাইরে রাখা তার আত্মবিশ্বাসে আঘাত দেয় জানালেন দীনেশ। নিলামে প্রায় ১১ কোটি টাকা দিয়ে শার্দুলকে দলে নিয়েছিল কলকাতা। এখন দেখার শনিবার ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার গুজরাতের বিরুদ্ধে শার্দুলকে প্রথম দলে ফিরিয়ে আনা হয় কিনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দীনেশ মনে করেন শার্দুলকে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলিয়ে দিলে সফল হবেন তিনি। তবে মনে হয় না কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙবে। রাসেলকে তারা বসাবে এমন সম্ভাবনা কম। তবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে শার্দুলকে ব্যবহার করা যেতে পারে। দীনেশ স্যার আশাবাদী তার ছাত্র সুযোগ পেলেন যোগ্য জবাব দেবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR: কেকেআর নষ্ট করছে ১০ কোটির অলরাউন্ডারকে! রাসেলের জায়গায় খেলানোর অনুরোধ কোচের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল