TRENDING:

Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

Last Updated:

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।
মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File 
মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File 
advertisement

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে?  ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

advertisement

আরও খবর: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল