গত ছয় বছরের ট্রেন্ড যদি এ বার বজায় থাকে, তাহলে এ বার ট্রফি উঠতে চলেছে কলকাতারই হাতে। ফাইনালে যে দলই উঠুক, শ্রেয়সদের কাছে পরাস্ত হবেই। ট্রেন্ড অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, টানা ছয় বছর যেই দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে তারাই জিতেছে ট্রফি।
আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা
advertisement
ইতিহাস বলছে, ২০১৮ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলও জেতে তারাই। ২০১৯ এবং ২০২০ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ট্রফিও ঘরে তোলে এমআই। এমনকি ২০২১ সালে আইপিএল জিতেছিল ধোনির চেন্নাই। কলকাতাকে ২৭ রানে হারিয়ে ২০২১ সালের আইপিএল ঘরে তোলে হলুদবাহিনী। ট্রেন্ড বদলায়নি ২০২২ সালেও। সেই বছর প্রথম কোয়ালিফায়ার জিতেছিল গুজরাত, আইপিএল ফাইনালও জিতেছিল হার্দিক পান্ডিয়ার দল। গত বছরও ছন্দে ফিরে আবার আইপিএল জিতেছিল চেন্নাই। গত বছর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফাইনাল জিতে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই।
আরও পড়ুন: এলিমিনেটরে নামার আগে চিন্তায় কোহলিরা, বাতিল হল সাংবাদিক বৈঠক এবং নেট প্র্যাকটিস
লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে ১৬০ রানের লক্ষ্যমাত্রা ৩৮ বল বাকি থাকতেই পার করে যায় কলকাতা। চলতি বছর দারুণ ছন্দে রয়েছে কলকাতা, তাই ট্রেন্ড মাথায় রাখলেও ফর্মের বিচারে কেকেআরের ভক্তেরা এবার আশার আলো দেখতেই পারেন।