প্রথম পর্বের সাক্ষাতে লজ্জার হারের পর ঘরের মাঠে নিজেদের প্রাক্তন অধিনায়কের দলের বিরুদ্ধে বদলা নিতে নেমেছিল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে পঞ্জাব কিংস। রান তাড়া করতে নেমে এক ওভার ব্যাট করার পরই শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর দাপটে ভেস্তে যায় ম্যাচ। জয় না এলেও এই ১ পয়েন্ট নাইটদের প্লেঅফে পৌছে দিতে পারে বলে মনে করেন বৈভব অরোরা।
advertisement
ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে আসেন বৈভব অরোরা। ১ পয়েন্ট পাওয়ার ফলে কেকেআরের ক্ষতি হয়ে গিয়েছে, প্লে অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তা মানতে একেবারেই রাজি নন তিনি। উল্টে এই এক পয়েন্ট পেয়ে তিনি খুব আশাবাদী। অন্য দলের সঙ্গে জয়ের সংখ্যা সমান হলে এক্ষেত্রে এই ১ পয়েন্টই কেকেআরকে শেষমেশ প্লে-অফে তুলতে পারে বলে মনে করেন বৈভব অরোরা।
প্রসঙ্গত, প্লে অফে টিকিট পাকা করার জন্য প্রয়োজন হয় ১৬ পয়েন্ট। সোজা হিসেবে আগামী সবকটি ম্যাচই জিততে হবে কেকেআরকে। ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া যায়। তবে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফল ও নেট রানরেটের দিকে। আর যদি এমনটা হয় তখন এই এক পয়েন্টই কেকেআরের রক্ষাকবচ হবে বলে মনে করেন তরুণ পেসার। কোনও পয়েন্ট না পাওয়ার থেকে ১ পয়েন্ট পাওয়া ভাল বলে মনে করেন বৈভব।