গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করেছিলেন গৌতম গম্ভীর। নাইট জার্সিতে ফিরেই ১০ বছর পর দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। সেই সাফল্য খুলে দেয় গম্ভীরের ভাগ্যের দরজা। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। অপরদিকে, কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর।
advertisement
গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআরের ভাবনায় রয়েছে আরও এক প্রাক্তন নাইট তারকার নাম। শোনা যাচ্ছে তাঁকে নেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ গৌতম গম্ভীর। সেই প্রাক্তন কেকেআর তারকা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০১২ থেকে ২০১৪, গম্ভীরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কালিস।
আরও পড়ুনঃ Indian Cricketer Retirement: বয়স মাত্র ৩১, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
২০১৫ সালে তিনি ছিলেন নাইটদের ব্যাটিং পরামর্শদাতা। পরে ২০১৯ মরশুম পর্যন্ত নাইটদের হেডকোচ পদেও ছিলেন কালিস। জ্যাক কালিস যেহেতু নাইট পরিবারের সদস্য ছিলেন তাই ক্যালিসের অভিজ্ঞতাও কাজে লাগতে পারে কেকেআরের। তবে পুরোটাই এখনও সম্ভাবনার স্তরে। জ্যাক কালিসও এই বিষয়ে এখনও কোনরকম মুখ খোলেননি। শেষ পর্যন্ত কে হয় কেকেআর মেন্টর, সেটাই দেখার।