TRENDING:

KKR News: কে হচ্ছেন কেকেআরের নতুন মেন্টর? বড় চমক দেবে নাইটরা! জানুন বিস্তারিত

Last Updated:

KKR May Give Big Surprise In Their Next Mentor Selection: এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী বছর আইপিএলের আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম। তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিাই। এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও।
advertisement

গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করেছিলেন গৌতম গম্ভীর। নাইট জার্সিতে ফিরেই ১০ বছর পর দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। সেই সাফল্য খুলে দেয় গম্ভীরের ভাগ্যের দরজা। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। অপরদিকে, কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর।

advertisement

গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআরের ভাবনায় রয়েছে আরও এক প্রাক্তন নাইট তারকার নাম। শোনা যাচ্ছে তাঁকে নেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ গৌতম গম্ভীর। সেই প্রাক্তন কেকেআর তারকা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০১২ থেকে ২০১৪, গম্ভীরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কালিস।

advertisement

আরও পড়ুনঃ Indian Cricketer Retirement: বয়স মাত্র ৩১, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

২০১৫ সালে তিনি ছিলেন নাইটদের ব্যাটিং পরামর্শদাতা। পরে ২০১৯ মরশুম পর্যন্ত নাইটদের হেডকোচ পদেও ছিলেন কালিস। জ্যাক কালিস যেহেতু নাইট পরিবারের সদস্য ছিলেন তাই ক্যালিসের অভিজ্ঞতাও কাজে লাগতে পারে কেকেআরের। তবে পুরোটাই এখনও সম্ভাবনার স্তরে। জ্যাক কালিসও এই বিষয়ে এখনও কোনরকম মুখ খোলেননি। শেষ পর্যন্ত কে হয় কেকেআর মেন্টর, সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: কে হচ্ছেন কেকেআরের নতুন মেন্টর? বড় চমক দেবে নাইটরা! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল