দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার আগে কেকেআরের প্রধান চ্যালেঞ্জ ছিল সঠিক টিম কম্বিনেশন তৈরি করা। সেখানে অনুকুল রায়কে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলিয়ে বড় চমক দেয় কলকাতা নাইট রাইডার্স। আর কেকেআরের এই স্ট্র্যাটেজি কাজ করে যায় এদিন। দুজন মিস্ট্রি স্পিনার ও সঙ্গে বাঁ হাতি স্পিনার অনুকুল রায়কে সামলাতে হিমসিম খায় প্রতিপক্ষ।
advertisement
বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত বোলিং করেন অনুকুল রায়। কেকেআরের স্পিন ত্রয়ীর সৌজন্যেই জয় আসে কেকেআরের। দরকারের সময় পরপর ফাফ ডুপ্লেসি, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তীও একি ওভারে শিকার করেন আশুতোষ শর্মা ও মিচেল স্টার্কের উইকেট। অনুকুল রয় নেন ইনফর্ম অভিষেক পোড়েলের উইকেট।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের এই ‘পঞ্চবাণেই’ ঘরের মাঠে ধরাশায়ী দিল্লি! আগামীতেও প্রতিপক্ষের কপালে নাচছে শনি!
কেকেআরের বাকি চারটি ম্যাচের মধ্যে দুটি খেলতে হবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। সিএসকে ও রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে নাইটরা। আর হায়দ্রাবাদ ও আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কলকাতা। চিন্নাস্বামী বাদে ৪টি মাঠেই স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারে। ফলে এই স্পিন ত্রয়ী ধারাবাহিকভাবে কাজ করলে কেকেআরের প্রতিপক্ষদের কপালে শনি আছে সেই কথা বলাই যায়।