TRENDING:

KKR News: কেকেআর কীভাবে সূর্য অস্তমিত করল সানরাইজার্সের? জেনে নিন আসল কারণ

Last Updated:

IPL 2025 KKR vs SRH: মুম্বই ম্যাচে হারের পর ঘরের মাঠে ঘুড়ে দাঁড়াল কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাটে-বলে খুড়কুটোর মতো উড়িয়ে দিয়ে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুম্বই ম্যাচে হারের পর ঘরের মাঠে ঘুড়ে দাঁড়াল কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাটে-বলে খুড়কুটোর মতো উড়িয়ে দিয়ে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ৮০ রানের বিশাল ব্যবধানে কেকেআরের জয়ের পেছনে রয়েছে কোন কারণগুলি, চলুন জেনে নেওয়া যাক।
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

রাহানে ও রঘুবংশীর জুটি: টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডিকক ও সুনীল নারিনের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। সেখান থেকে দলের রাশ ধরেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও আংক্রিশ রঘুবংশী। ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়ার পাশাপাশি প্রয়োজনমত আক্রমণাত্মক শটও খেলেন দুজনে। জুটিতে ৮১ রান যোগ করে কেকেআর ইনিংসের ভিত গড়ে দেন রাহানে ও রঘুবংশী।

advertisement

ভেঙ্কটেশ আইয়ারের বিধ্বংসী ইনিংস: রাহানে ও রঘুবংশী আউট হওয়ার পর ফের একবার চাপে পড়ে গিয়েছিল কেকেআর। সেখান থেকে বিধ্বংসী ইনিংস খেলে কেকেআরকে ২০০ দোরগোড়ায় নিয়ে যান ভেঙ্কটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা কেন তাঁকে নিলামে দেওয়া হয়েছিল, মরশুমে তার প্রথম জবাব দিলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৯ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

advertisement

ভেঙ্কটেশ ও রিঙ্কু পার্টনারশিপ: একদিকে যখন ভেঙ্কটেশ আইয়ার মারকাটারি ব্যাটিং করছিলেন, অপরদিকে চুপ ছিলেন না রিঙ্কু সিংও। ভেঙ্কি ও রিঙ্কু স্লগ ওভারে ঝোড়ো পার্টনারশিপের কারণেই বড় স্কোর করতে পারে কেকেআর। শেষ পাঁচ ওভারে ৭৮ রান করে নাইটরা। জুটিতে ৯১ রান যোগ করেন রিঙ্কু ও ভেঙ্কি। আইয়ারের ৬০ রানের পাশাপাশি ১৭ বলে ৩২ রান করেন রিঙ্কু সিং।

advertisement

পেস বিভাগের ছন্দে ফেরা: শেষ ৩টি ম্যাচে কেকেআরের পেস অ্যাটাক আশানরুপ পারফরম্যান্স করতে পারছিল না। এদিন স্পেনসর জনসনকে দল থেকে বসানো হয়। হর্ষিত রানা, বৈভব অরোরা ও আন্দ্রে রাসেল ৩ জনই দুরন্ত বোলিং করেন। বৈভব অরোরা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। এছাড়া আন্দ্রে রাসেল ২টি ও হর্ষিত রানা একটি করে উইকেট পেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ মুম্বই দল কিনলেন সারা তেন্ডুলকর! ক্রিকেট দুনিয়ায় পা রেখেই মালকিন হলেন সচিন কন্যা

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

দুরন্ত বরুণ ও নারিন: ঘরের মাঠে একসঙ্গে কাজ করল কেকেআরের দুই তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। বরুণ ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। সুনীল নারিন ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। সুনীল ও বরুণের দাপটে মইন আলির বল করার প্রয়োজনই পড়েনি।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: কেকেআর কীভাবে সূর্য অস্তমিত করল সানরাইজার্সের? জেনে নিন আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল