কিন্তু এবার আসল কথাটা জানালেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স না থাকলে আজ হয়তো সূর্য কুমার যাদবের এই জায়গায় পৌঁছানো হত না। আসলে মুম্বই ইন্ডিয়ান্স দলে যথেষ্ট সুযোগ পাচ্ছিলেন না সূর্য। ২০১৪ সালে তাকে কিনে নেয় কেকেআর।
২০১৭ পর্যন্ত ছিলেন কলকাতার দলে। সেখানে নিজেকে প্রমাণ করেছিলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। লোয়ার মিডল অর্ডারে নেমে বেশ কিছু দুরন্ত ইনিংস খেলেছিলেন সূর্য। সেটাই সারা ভারত বর্ষকে ইঙ্গিত দিয়েছিল তার ব্যাটিং প্রতিভা সম্পর্কে। পরে আবার তাকে ফিরিয়ে নেয় মুম্বই।
advertisement
কিন্তু খারাপ সময় সূর্য কুমারের পাশে দাঁড়ানোর জন্য কেকেআর দলের অবদান অনস্বীকার্য জানিয়েছেন পন্টিং। সূর্য কুমার নিজেও মনে করেন শাহরুখ খানের দলে সুযোগ পেয়েই প্রথমবার আইপিএলে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন তিনি। রিকি পন্টিং মনে করেন এই মুহূর্তে সূর্য কুমার যেরকম ব্যাট করছেন, তাতে তিনি লিখে দিতে পারেন অস্ট্রেলিয়ায় তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় থাকবেন।
সূর্য ফ্রন্টফুট এবং ব্যাকফুট দুটোতেই শক্তিশালী। বলের মাপ অনেক আগে থেকে বুঝতে পারেন। সবচেয়ে বড় কথা স্পিনারদের এত লেটে কাট করতে পারেন, সেটা বিরল ক্ষমতা। পাশাপাশি সুর্য কুমারের এই ছন্দ ধরে রাখার জন্য তাকে বিশ্রাম নয়, বিশ্বকাপের আগে পর্যন্ত টানা খেলিয়ে যাওয়া উচিত মনে করেন গাভাসকার। সূর্য অবশ্য জানিয়ে রেখেছেন চার নম্বর তার পছন্দের জায়গা হলেও দলের প্রয়োজনে তিনি যে কোনও জায়গায় খেলতে প্রস্তুত।