TRENDING:

KKR, Brendon McCullum : নতুন কেকেআর আগুন ঝড়াবে এবার! কথা দিচ্ছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম

Last Updated:

KKR coach Brendon McCullum promises to deliver aggressive brand of cricket in IPL. চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে কেকেআর! হুঙ্কার ম্যাককালামের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আসন্ন আইপিএলে ভাল কিছু করার স্বপ্ন দেখছে কেকেআর। পজিটিভ মানসিকতা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। একাধিক পুরনো নাইট আছেন দলে। আবার অনেক নতুন ‘মুখ’ এসেছেন। পুরনো-নতুনের মিশেলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শক্তিশালী ও প্রতিভাবান দল তৈরি করেছে বলে জানালেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর বক্তব্য, দলের যে খেলোয়াড়দের ভালোভাবে জানেন না, তাঁদের বিষয়ে খুব শীঘ্রই জানতে পারবেন।
কেকেআর হোটেলে পৌঁছে গেলেন ভেঙ্কটেশ আইয়ার
কেকেআর হোটেলে পৌঁছে গেলেন ভেঙ্কটেশ আইয়ার
advertisement

আরও পড়ুন - Ramiz Raja on IPL vs PSL : আইপিএলের একাধিপত্য ঘোচাব! নতুন মোড়কে পিএসএল চান পাকিস্তানের রামিজ রাজা

আসন্ন আইপিএলের জন্য ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন নাইট কোচ। পরিচিত পরিবেশে ফিরতে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সঙ্গে বলেন, আমাদের হাতে অত্যন্ত প্রতিভাবান দল আছে। কয়েকজন খেলোয়াড়কে আমরা খুব ভালোভাবে চিনি। কয়েকজনকে তেমন ভালোভাবে জানি না। আমি নিশ্চিত যে তাদেরও আমরা জানতে পারব। আমাদের হাতে যে দল আছে, তা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। নিলামের প্রায় শেষ লগ্নে এসেও প্রচুর ফাঁকফোকর ছিল।

advertisement

তবে একেবারে শেষের দিকে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে নাইটরা কিছুটা প্রত্যাবর্তন করেছিল বলে মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে মোটের উপর শক্তিশালী দল তৈরি করেছে কেকেআর। আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কেকেআর। সেজন্য সোমবার থেকে অনুশীলন করেছে নাইট ব্রিগেড। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কাছেই অনুশীলন করেন নাইট তারকারা।

advertisement

বরুণ চক্রবর্তী, শেলডন জ্যাকসন, শিবম মাভি, আমন খান, অশোক কুমার, বাবা ইন্দ্রজিৎ, রাশিখ দার, অভিজিৎ তোমর, অশোক শর্মা, প্রথম সিংরা অনুশীলনে নামেন। যাঁরা ইতিমধ্যে তিনদিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে ফেলেছেন। নেটে ব্যাট করেন শেলডনরা। একাধিক বড় ছক্কা হাঁকান সৌরাষ্ট্রের তারকা। এবার আইপিএলের বায়ো-বাবলে যোগ দেওয়ার আগে খেলোয়াড়দের নিভৃতবাসে কাটাতে হবে। তারপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ইতিমধ্যে অজিঙ্কা রাহান, নীতিশ রানা এবং রিঙ্কু সিংরা হোটেলে চলে এসেছেন। তাঁরা আপাতত নিভৃতবাস পর্ব কাটাচ্ছেন। তারপর তাঁরাও অনুশীলনে নামবেন। এদিনই পৌঁছেছেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। এবার তার ওপর অনেকটাই প্রত্যাশা কেকেআর সমর্থকদের। টিম ইন্ডিয়ার সংসারে সময় কাটিয়ে এবার অনেক বেশি পরিণত হয়েছেন তিনি। কোচ ব্রেন্ডন ম্যাককালাম সমর্থকদের কথা দিয়েছেন প্রথম ম্যাচ থেকেই আক্রমনাত্মক এবং লড়াকু মানসিকতার পরিচয় দেবে তার দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR, Brendon McCullum : নতুন কেকেআর আগুন ঝড়াবে এবার! কথা দিচ্ছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল