TRENDING:

Andre Russell, KKR : কেকেআরকে চ্যাম্পিয়ন করতে শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে চান আন্দ্রে রাসেল!

Last Updated:

KKR Caribbean all rounder Andre Russell ready to prove himself in IPL 2022. কেকেআরকে চ্যাম্পিয়ন করতে শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে চান আন্দ্রে রাসেল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআর জার্সিতে বিধ্বংসী মেজাজে পাওয়া যাবে রাসেলকে ?
কেকেআর জার্সিতে বিধ্বংসী মেজাজে পাওয়া যাবে রাসেলকে ?
advertisement

আরও পড়ুন - Mohammed Shami, T20 career : টি ২০ বিশ্বকাপে বাদ যাবেন নাকি শামি ? কী বলছে বিসিসিআই সূত্র, জানুন

রাসেল আছেন মানে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতা যেতে পারে। যতক্ষণ রাসেল ক্রিজে আছেন, ততক্ষণ নো টেনশন। আইপিএল ২০২২ খেলবেন বলে ইতিমধ্যে দীর্ঘদেহী অলরাউন্ডার রাসেল ভারতে এসে পৌঁছেছেন। ক্যারিবিয়ানরা মাঠে থাকা মানে আলাদা রোমাঞ্চ, আকর্ষণ। ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেলরা আইপিএলের মনোরঞ্জন যেন বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ।

advertisement

আরও পড়ুন - Aaqib Javed : ভারতের থেকে দেখে পিচ বানানো শেখা উচিত পাকিস্তানের! বলছেন আকিব জাভেদ

এবার ক্রিস গেইল নেই। তবে আন্দ্রে রাসেল যেন এখন ক্রোড়পতি লিগের নতুন আকর্ষণ। এবার নতুন হেয়ার স্টাইলে হাজির হয়েছেন দ্রে রাস। তাঁর সেই হেয়ারস্টাইল দেখে মুগ্ধ কেকেআর জনতা। কেকেআর-এর হয়ে সাতটি মরশুম খেলে ফেলেছেন রাসেল। এখন তিনি কলকাতার ঘরের ছেলে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে।

advertisement

এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনী, অন্যদিকে সোনালী। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। তবে শুধু স্টাইল নয়, মাঠে নেমে আগুন ঝড়াতে চান কেকেআরের তারকা অলরাউন্ডার।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তিনি যে শুধু নামের জন্য দলে নেই, এটা প্রমাণ করতে চান। এবার প্রয়োজনে একটু ওপর দিকে পাঠানো হতে পারে রাসেলকে। লক্ষ্য যত বেশি সম্ভব ওভার তাকে খেলানো। আগের থেকে ওজন কমিয়ে এবার অনেক ফিট অবস্থায় আইপিএলের নামবেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন এবার তার ফিটনেস এবং চোট নিয়ে কোনো সমস্যা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Andre Russell, KKR : কেকেআরকে চ্যাম্পিয়ন করতে শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে চান আন্দ্রে রাসেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল