ইডেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আচরণ বিধি ভাঙার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে রমনদীপের। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন রমনদীপ। তাই ম্যাচ রেফারি তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন, শাস্তি মেনেও নিয়েছেন রমনদীপ। তবে লেভেল শাস্তির ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
advertisement
আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?
আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ মতে, ক্রিকেটীয় আচরণ অনুযায়ী স্বাভাবিক নয় এমন কিছু কাজ যেমন, উইকেটে ইচ্ছাকৃত আঘাত করা বা লাথি মারা, বিজ্ঞাপনী বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্য কিছুর ক্ষতি করা এই ধরনের অপরাধের আওতায় পড়ে।
আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?
ব্যাট হাতে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ বলে ১৭ রান করেছেন রমনদীপ, মেরেছেন একটি চার এবং একটি ছয়। কেকেআর ১৮ রানে মুম্বইকে হারিয়ে প্লে-অফে উঠেছে, সেই রাতের শাস্তির খবর এল নাইট শিবিরে। কলকাতা এর পরে খেলতে নামবে সোমবার, গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে প্রথম দুইয়ে শেষ করাই লক্ষ্য হবে নাইটদের।