TRENDING:

কাঁদতে কাঁদতে খেলা ছাড়লেন বিখ্যাত ক্রিকেটার! পকেটে ২০০ উইকেট, তাও দলে জায়গা নেই

Last Updated:

neil wagner announces retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার নিল ওয়াগনার। অবশেষে তিনি তাঁর ১২ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েলিংটন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার নিল ওয়াগনার। অবশেষে তিনি তাঁর ১২ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিলেন।
advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার পর বিদায় জানাতে গিয়ে তাঁর চোখ ভিজে যায়। ফাস্ট বোলার নিল ওয়াগনার ৩৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ওয়াগনার নিউজিল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৬০টি উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি পঞ্চম।

advertisement

আরও পড়ুন- সৌরভের প্রিয় নায়িকা ইনি! কে বলুন তো? ‘এই’ বলিউড সুন্দরীকে অনেকেরই ভাল লাগে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সেই দলে এই বাঁ-হাতি ফাস্ট বোলারের জায়গা পাওয়ার সম্ভাবনা কম ছিল।

ওয়াগনার ২০১২ সালে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।  ২০২২ সালে দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিততে সাহায্য করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

advertisement

ওয়াগনার যে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন, তার মধ্যে ৩৪টিতেই নিউজিল্যান্ড জিতেছে। ওয়াগনার ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে আসেন। ওটাগো প্রদেশের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অবদান রাখেন।

গত বছর বেসিন রিজার্ভে ওয়াগনার স্মরণীয় পারফরম্যান্স করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক রানে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এর পর জেমস অ্যান্ডারসনের শেষ উইকেট-সহ ৬২ রানে চার উইকেট নেন ওয়াগনার।

advertisement

আরও পড়ুন- শামিকে খুব পছন্দ করেন প্রধানমন্ত্রী মোদি! বাংলার বোলারকে বললেন এবার ‘বড় কথা’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি এদিন বলেন “এই সপ্তাহটা আমার কাছে খুব আবেগপূর্ণ ছিল। আমি নিউজিল্যান্ডের হয়ে আমার টেস্ট ক্রিকেটের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি তাতে গর্বিত।”

বাংলা খবর/ খবর/খেলা/
কাঁদতে কাঁদতে খেলা ছাড়লেন বিখ্যাত ক্রিকেটার! পকেটে ২০০ উইকেট, তাও দলে জায়গা নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল