বিদেশের মাটিতে কোনও সফরে ১,০০০ রানের বিরল নজির গড়ার মুখে বিরাট কোহলি। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি টেস্টে বিরাট করেছেন ২৮৬ রান। ৬টি একদিনের ম্যাচে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি-সহ কোহলির রান ৫৫৮। এছাড়া সিরিজের প্রথম টি২০-তে ২৬ রান করেছেন কোহলি। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত ১৩টি ইনিংসে কোহলির সংগ্রহ মোট ৮৭০ রান।
advertisement
এর আগে এই কীর্তি ছিল ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডসের ৷ কোনও একটি সফরে ১০০০ রান করার নজির এতদিন একমাত্র তাঁরই ছিল ৷ এবার তাঁর রেকর্ডকে ভাঙার দারুণ সুযোগ বিরাটের কাছে ৷ ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ১০৪৫ রান করেছিলেন রিচার্ডস ৷ ব্র্যাডম্যান ইংল্যান্ড সফরে ৫ টেস্টে ৯৭৪ রান করেন ৷ তখন অবশ্য শুধু টেস্টই খেলা হত ৷ ওয়ান ডে চালু হয়নি ৷ চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ১০০০ রান করতে বিরাটের প্রয়োজন আর মাত্র ১৩০ রান ৷ বাকী আরও দু’টো টি২০ ৷ আফ্রিকার মাটিতে নতুন এই রেকর্ড ভারত অধিনায়ক গড়তে পারেন কী না, সেটাই এখন দেখার ৷
