TRENDING:

'পৃথিবীর সেরা ব্যাটসম্যান আমি, কোহলি দ্বিতীয়', অবাক দাবি করে ভাইরাল পাক ব্যাটার

Last Updated:

Khurram Manzoor of Pakistan claims to be the number one ODI batsman. 'পৃথিবীর সেরা ব্যাটসম্যান আমি, কোহলি দ্বিতীয় ', অবাক দাবি করে ভাইরাল পাক ব্যাটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দীর্ঘদিন পর আবার ছন্দে ফিরেছেন। সারাবিশ্বে তার ভক্তরা মুগ্ধ। এমন সময় অবাক দাবি করে বসলেন একজন পাকিস্তানি ব্যাটসম্যান। বেশ প্রতিশ্রুতি নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন ২০০৯ সালে। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট আর ৭ ওয়ানডে খেলে শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।
কোহলির থেকে নিজেকে এগিয়ে রাখলেন এই পাকিস্তানি
কোহলির থেকে নিজেকে এগিয়ে রাখলেন এই পাকিস্তানি
advertisement

তবে পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৫ ম্যাচ খেলা খুররমের রেকর্ডটা বেশ ভালই। রান করেছেন ১২ হাজারের ওপর, আছে ৩৩টি শতরান আর ৫৬টি অর্ধশতক। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ১৬৬ ম্যাচ খেলে ৭৯২২ রান, শতক ২৭টি। হঠাৎ এই খুররম মনজুরকে নিয়ে পড়া কেন-এমন প্রশ্নও উঠতে পারে। পাকিস্তানের এই ক্রিকেটার খবরের শিরোনাম হয়েছেন বিশেষ এক কারণে।

advertisement

আরও পড়ুন - বিশ্বকাপে ভারতের গোপন তাস হবে শার্দুল! জোর গলায় দাবি ছেলেবেলার কোচের

‘লিস্ট এ’ ক্রিকেটে নিজেকে বিশ্বের অন্যতম ব্যাটসম্যান দাবি করেছেন। সেটি তাঁর সর্বশেষ ১০ বছরের রেকর্ড বিচার করে। খুররমের দাবি, সবাই বিরাট কোহলিকে বিশ্বসেরা বলেন, কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ইনিংসকে রূপান্তর করার (অর্ধশতককে শতরানে পরিণত করা) হার কোহলির চেয়েও ভাল!

advertisement

advertisement

হালের সময়টা বিরাট কোহলির। তিনি প্রায় সব রেকর্ড নিজের দিকে টানছেন। আন্তর্জাতিক শতক হাঁকিয়েছেন ৭৪টি। তাঁর ধারেকাছে আর কাউকেই দেখা যাচ্ছে না। নিঃসন্দেহে একালের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। সব সংস্করণেই সেরা রেখেছেন নিজেকে। কিন্তু খুররম মনজুর বলছেন অন্য কথা। আমি নিজের সর্বশেষ ৪৮ ইনিংসে ২৪টি শতরান করেছি।

সেরা ভিডিও

আরও দেখুন
লোকাল, এক্সপ্রেস...দিনের পর দিন দেরিতে ট্রেন! বিপাকে পূর্ব মেদিনীপুরের যাত্রীরা
আরও দেখুন

আমি ভাল পারফরম করেও নির্বাচকদের উপেক্ষার শিকার হয়েছি বারবার। আমাকে তাঁরা কেন পাকিস্তান দলে সুযোগ দেননি, তার কোনো যুক্তি আমি কখনোই খুঁজে পাইনি। তবে বিরাট কোহলির সঙ্গে নিজের তুলনা করে খুররম মনজুর বোকা বোকা কাজ করেছেন সেটা পরিষ্কার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'পৃথিবীর সেরা ব্যাটসম্যান আমি, কোহলি দ্বিতীয়', অবাক দাবি করে ভাইরাল পাক ব্যাটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল