TRENDING:

Pritam Kotal: মোহনবাগানের প্রীতম দেখা দিলেন কেরলের জার্সিতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Last Updated:

তুন জার্সিতে প্রীতমের ছবি প্রচুর লাইক পেয়েছে। নিজেদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছোটবেলায় রিক্সা চালক বাবার পক্ষে সম্ভব ছিল না ছেলেকে পেশাদার ফুটবলার বানানো। কিন্তু প্রীতম কোটাল জানতেন তাকে স্বপ্ন সত্যি করতেই হবে। লড়াই চালিয়ে গিয়েছেন বলেই আজকে এই জায়গায়। ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগান, তারপর বাকিটা ইতিহাস। উত্তরপাড়ার ছেলে গঙ্গাপাড়ের ক্লাবের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার হবেন এটা হয়তো অনেকেই ভাবতে পারেননি।
মোহনবাগানের ক্যাপ্টেন যখন কেরলের সেনাপতি
মোহনবাগানের ক্যাপ্টেন যখন কেরলের সেনাপতি
advertisement

দীর্ঘদিন ধরে সবুজ-মেরুন দর্শকদের আবেগ হয়ে দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। আইএসএল-এর মতো জাতীয় লিগও তাঁর নেতৃত্বে পেয়েছে মোহনবাগান। এবার সেই অধিনায়ককে হারাতে বসেছেন লক্ষ লক্ষ বাগান সমর্থক সেটা জানাই ছিল। মোহনবাগানের মতো ক্লাবের সঙ্গে এতগুলো বছর কাটানোর মায়া যে সহজে ত্যাগ করা যাবে না, তা স্পষ্ট জানিয়েছিলেন প্রীতম।

advertisement

কিন্তু তিনি পেশাদার ফুটবলার। তিন বছরের চুক্তিতে গিয়েছেন কেরল ব্লাস্টার্সে। সেখানেও অধিনায়ক তিনি। কেরল অন্যতম সেরা ক্লাব হলেও আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি আইএসএল। প্রীতম জানিয়েছেন তার কাছে মোহনবাগান অতীত। এখন শুধুই কেরলের ফুটবলার তিনি। মন, প্রাণ, শক্তি সবকিছু দিয়ে চেষ্টা করবেন তার নতুন দলকে চ্যাম্পিয়ন করার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সামনে মোহনবাগান থাকলেও জীবন দিয়ে আটকানোর চেষ্টা করবেন সবুজ মেরুন ফুটবলারদের। একজন পেশাদার ফুটবলারের যা ধর্ম সেটাই করবেন। ব্লাস্টার্স তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রিতমের ভিডিও পোস্ট করে লিখেছে, বাংলার বাঘ এসে গিয়েছে। স্বাগত জানান আমাদের নতুন ক্যাপ্টেনকে। নতুন জার্সিতে প্রীতমের ছবি প্রচুর লাইক পেয়েছে। নিজেদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থক। তার নতুন ক্লাবের হয়ে সাফল্য কামনা করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pritam Kotal: মোহনবাগানের প্রীতম দেখা দিলেন কেরলের জার্সিতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল