দীর্ঘদিন ধরে সবুজ-মেরুন দর্শকদের আবেগ হয়ে দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। আইএসএল-এর মতো জাতীয় লিগও তাঁর নেতৃত্বে পেয়েছে মোহনবাগান। এবার সেই অধিনায়ককে হারাতে বসেছেন লক্ষ লক্ষ বাগান সমর্থক সেটা জানাই ছিল। মোহনবাগানের মতো ক্লাবের সঙ্গে এতগুলো বছর কাটানোর মায়া যে সহজে ত্যাগ করা যাবে না, তা স্পষ্ট জানিয়েছিলেন প্রীতম।
advertisement
কিন্তু তিনি পেশাদার ফুটবলার। তিন বছরের চুক্তিতে গিয়েছেন কেরল ব্লাস্টার্সে। সেখানেও অধিনায়ক তিনি। কেরল অন্যতম সেরা ক্লাব হলেও আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি আইএসএল। প্রীতম জানিয়েছেন তার কাছে মোহনবাগান অতীত। এখন শুধুই কেরলের ফুটবলার তিনি। মন, প্রাণ, শক্তি সবকিছু দিয়ে চেষ্টা করবেন তার নতুন দলকে চ্যাম্পিয়ন করার।
সামনে মোহনবাগান থাকলেও জীবন দিয়ে আটকানোর চেষ্টা করবেন সবুজ মেরুন ফুটবলারদের। একজন পেশাদার ফুটবলারের যা ধর্ম সেটাই করবেন। ব্লাস্টার্স তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রিতমের ভিডিও পোস্ট করে লিখেছে, বাংলার বাঘ এসে গিয়েছে। স্বাগত জানান আমাদের নতুন ক্যাপ্টেনকে। নতুন জার্সিতে প্রীতমের ছবি প্রচুর লাইক পেয়েছে। নিজেদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থক। তার নতুন ক্লাবের হয়ে সাফল্য কামনা করেছেন।