ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই কখনও একটু বেশিই উত্তাপ ছড়িয়ে ফেলে। আর তখনই দুই দেশের সমর্থকরা বাকযুদ্ধে নেমে পড়েন। তবে এখন তো দুই দেশের ক্রিকেট নেই। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও আর ভারতীয় দলের হয়ে খেলেন না। তা হলে কেন ওই পাক সমর্থক কেন অকারণে সৌরভকে নিয়ে এসব লিখলেন! কারণ বলা মুশকিল। সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) সম্পর্কে ওয়াকার নামের ওই ব্যক্তি লিখলেন, ''আমি গতকাল ব্যাঙ্কে গিয়েছিলাম। ব্যাঙ্কের স্টাফ আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট ও মোবাইল নম্বর চাইল। আমি জিজ্ঞাসা করলাম, নিরাপত্তা ব্যবস্থায় এত কড়াকড়ি কেন! স্টাফ বলল, সৌরভ গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তি বছরের পর বছর ধরে ওদের দুর্বল বোলিংয়ের ফায়দা তুলেছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তবে অবাক হইনি।''
advertisement
কেনিয়ার বিরুদ্ধে দশটি ইনিংস খেলে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি করেছেন সৌরভ। কেনিয়ার বিরুদ্ধে মহারাজের মোট রান ৫৮৮। আর সেই জন্যই হঠাত্ করে সেই পাক সমর্থক ঠাট্টা করেছিলেন। এর পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে পাঠ পড়াল। কেনিয়ার ন্যাশনাল ব্যাঙ্ক (National Bank of Kenya) লিখল, ''হ্যালো, আপনার রসবোধের তারিফ করছি আমরা। সৌরভ গাঙ্গুলি একজন গ্রেট ক্রিকেটার। টিকোলো তাঁর থেকেও ভাল। আরেকটা কথা, কোহলি কিন্তু বাবরের থেকে বড়।'' এর পরও সেই ইউজার রণে ভঙ্গ দেয়নি। সেই পাক সমর্থকের দাবি, তাঁর বইয়ের হিসাবে বিরাট কোহলি একজন চোকার্স। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আবার তাঁকে লেখে, ''একদম সত্যি কথা। তাই জন্যই এমন বইয়ের কথা কেউ শোনেনি।''