TRENDING:

Sourav Ganguly: সৌরভকে নিয়ে ঠাট্টা! পাকিস্তানি সমর্থককে শিক্ষা দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ

Last Updated:

সস্তার প্রচার পেতে সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) নিয়ে ঠাট্টা! পাকিস্তান সমর্থকের ক্লাস নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকে বলেন, বাঙালিরই তাঁর জন্য আবেগ একটু বেশি। কথাটা যে একেবারে ভুল তা আরও একবার প্রমাণিত। তিনি বাঙালি ঠিকই। তবে সবার আগে তিনি ভারতীয় দলেরস প্রাক্তন অধিনায়ক। যখন খেলতেন তখনও বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আর খেলা ছাড়ার পরও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জনপ্রিয়তা একটুও কমেনি। তিনি এখনও অনেক মানুষের পছন্দের ক্রিকেটার। এমনকী প্রশাসক হিসাবেও ইতিমধ্যে বেশ নামডাক করে ফেলেছেন। এমন একজন কিংবদন্তিকে নিয়ে অমূলক ঠাট্টা করেছিল এক পাক সমর্থক। কোনও কারণ ছাড়াই সৌরভের ব্যাপারে অযাচিত কথা সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেছিলল পাকিস্তানের সেই সমর্থক। সস্তার প্রচার পেতেই যে সেটা করেছিল তাতে কোনও সন্দেহ নেই। তবে প্রচার তো জুটলই না, উল্টে তিরস্কারে মুখ লুকোতে হল তাকে।
advertisement

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই কখনও একটু বেশিই উত্তাপ ছড়িয়ে ফেলে। আর তখনই দুই দেশের সমর্থকরা বাকযুদ্ধে নেমে পড়েন। তবে এখন তো দুই দেশের ক্রিকেট নেই। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও আর ভারতীয় দলের হয়ে খেলেন না। তা হলে কেন ওই পাক সমর্থক কেন অকারণে সৌরভকে নিয়ে এসব লিখলেন! কারণ বলা মুশকিল। সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) সম্পর্কে ওয়াকার নামের ওই ব্যক্তি লিখলেন, ''আমি গতকাল ব্যাঙ্কে গিয়েছিলাম। ব্যাঙ্কের স্টাফ আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট ও মোবাইল নম্বর চাইল। আমি জিজ্ঞাসা করলাম, নিরাপত্তা ব্যবস্থায় এত কড়াকড়ি কেন! স্টাফ বলল, সৌরভ গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তি বছরের পর বছর ধরে ওদের দুর্বল বোলিংয়ের ফায়দা তুলেছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তবে অবাক হইনি।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেনিয়ার বিরুদ্ধে দশটি ইনিংস খেলে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি করেছেন সৌরভ। কেনিয়ার বিরুদ্ধে মহারাজের মোট রান ৫৮৮। আর সেই জন্যই হঠাত্ করে সেই পাক সমর্থক ঠাট্টা করেছিলেন। এর পরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে পাঠ পড়াল। কেনিয়ার ন্যাশনাল ব্যাঙ্ক (National Bank of Kenya) লিখল, ''হ্যালো, আপনার রসবোধের তারিফ করছি আমরা। সৌরভ গাঙ্গুলি একজন গ্রেট ক্রিকেটার। টিকোলো তাঁর থেকেও ভাল। আরেকটা কথা, কোহলি কিন্তু বাবরের থেকে বড়।'' এর পরও সেই ইউজার রণে ভঙ্গ দেয়নি। সেই পাক সমর্থকের দাবি, তাঁর বইয়ের হিসাবে বিরাট কোহলি একজন চোকার্স। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আবার তাঁকে লেখে, ''একদম সত্যি কথা। তাই জন্যই এমন বইয়ের কথা কেউ শোনেনি।''

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভকে নিয়ে ঠাট্টা! পাকিস্তানি সমর্থককে শিক্ষা দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল