দুনীর্তি, ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে জার্মানি গিয়েছিল ইতালি। কেউ তাঁদের ফেভারিট ধরেনি। কিন্তু মার্সেলো লিপ্পির ছেলেরা কাপ জিতে বিশ্বকে চমকে দিয়েছিল।
ক্যানাভারোর সেই বিশ্বজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন জ্যামব্রোতা। যাঁর কোচিংয়ে তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগে মিশ্র দিল্লির পারফরম্যান্স। রবার্তো কার্লোসের জুতোয় এবার পা দিয়েছেন এসি মিলানের প্রাক্তন ফুটবলার। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় ফুটবল সম্পর্কে সবাইকে ধৈর্য্য ধরতে বলছেন।
advertisement
ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। এ দেশে ফুটবল পরিকাঠামো আরও বেশি করে আইএসএলের মতো টুর্নামেন্ট চালু করতে হবে। ভারতীয় ফুটবলাররা যত বেশি করে বিদেশি দলের সঙ্গে খেলতে পারবেন, ততই তাঁদের আত্মবিশ্বাস বাড়বে।
ফিফার তালিকায় একশো সাইতিরিশ নম্বরে ভারত। এএফসি কাপের ফাইনাল খেলবে বেঙ্গালুরু এফসি। হেল্ডার পোস্তিগার পর জ্যামব্রোতাও মনে করেছেন, এই ঘটনা প্রমাণ করছে ঠিক পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল।
এর আগে আইএসএলে বিদেশি ফুটবলার খেলানো নিয়ে সমালোচনা করেছিলেন জীকো। তার মত ছিল বেশি বিদেশি খেলিয়ে কোণও লাভ হচ্ছে না ভারতীয় ফুটবলের।