TRENDING:

'আমরাও যখন ভারতকে...' সহ্যের সীমা পেরিয়ে গেলেন শাহিদ আফ্রিদি! পহেলগাঁও কাণ্ডে সামান্য লজ্জাও নেই পাকিস্তান তারকার

Last Updated:

Pahalgam Terror Attack Pakistan Former Cricketer Shahid Afridi Create Controversy: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় সেনাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পহেলগাঁওয়ের বৈসরনি উপত্যকায় ২৬ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’। যেই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। কাশ্মীরেও চলছে সেনার তল্লাশি অভিযান। একাধিক জঙ্গির বাড়ি ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
News18
News18
advertisement

ইতিমধ্যেই কুটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারত পাকিস্তানের সঙ্গে ইন্দাস চুক্তি স্থগিত করেছে ও ১৪টি ভিসা ক্যাটাগরি বাতিল করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। বিশ্বজুড়ে শোকপ্রকাশ হলেও, প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় সেনাকে।

advertisement

শাহিদ আফ্রিদি ওই টিভি অনুষ্ঠানে বলেন, “ভারতে যদি একটা পটকাও ফাটে, তবুও দোষ পাকিস্তানের ওপর চাপানো হয়।” শুধু তাই নয়, তিনি এই সন্ত্রাসী হামলার দায়ভার ভারতের কাশ্মীরে মোতায়েন ৮ লাখ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যর্থতার উপর চাপিয়েছেন। মন্তব্য করেন, “কাশ্মীরে ৮ লাখ সেনা থাকা সত্ত্বেও হামলা হয়েছে, এর মানে ভারতীয় সেনারা অযোগ্য। তোমরা মানুষকে নিরাপত্তা দিতে পারোনি।” তিনি ভারতের মিডিয়াকে ‘বলিউড স্টাইল’ বলেও কটাক্ষ করেন।

advertisement

প্রাক্তন পাক ক্রিকেটারের দাবি, ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। তাঁর দাবি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ভারত বিনা কারণে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে চাইছে। এতে উত্তেজনা বাড়ে। অশান্তিও ছড়ায়। শাহিদ আফ্রিদির দাবি, এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের নাকি কোনও-ই যোগাযোগ নেই।

advertisement

আরও পড়ুনঃ KKR vs DC: সবথেকে বড় সমস্যায় কেকেআর! দিল্লি ম্যাচের আগে হবে সমাধান? জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এমনকি শাহিদ আফ্রিদি ভারতের ক্রিকেট মহলের পাকিস্তানকে দোষারোপ করাকে নিয়েও কটাক্ষ করেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেকেই তাকে অশালীন, দায় এড়ানো এবং অবিবেচক বলে আখ্যা দেন। শাহিদ আফ্রিদির বক্তব্যে মূলত পাকিস্তানের দায় অস্বীকারের চেষ্টা স্পষ্ট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'আমরাও যখন ভারতকে...' সহ্যের সীমা পেরিয়ে গেলেন শাহিদ আফ্রিদি! পহেলগাঁও কাণ্ডে সামান্য লজ্জাও নেই পাকিস্তান তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল