ইতিমধ্যেই কুটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারত পাকিস্তানের সঙ্গে ইন্দাস চুক্তি স্থগিত করেছে ও ১৪টি ভিসা ক্যাটাগরি বাতিল করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। বিশ্বজুড়ে শোকপ্রকাশ হলেও, প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় সেনাকে।
advertisement
শাহিদ আফ্রিদি ওই টিভি অনুষ্ঠানে বলেন, “ভারতে যদি একটা পটকাও ফাটে, তবুও দোষ পাকিস্তানের ওপর চাপানো হয়।” শুধু তাই নয়, তিনি এই সন্ত্রাসী হামলার দায়ভার ভারতের কাশ্মীরে মোতায়েন ৮ লাখ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যর্থতার উপর চাপিয়েছেন। মন্তব্য করেন, “কাশ্মীরে ৮ লাখ সেনা থাকা সত্ত্বেও হামলা হয়েছে, এর মানে ভারতীয় সেনারা অযোগ্য। তোমরা মানুষকে নিরাপত্তা দিতে পারোনি।” তিনি ভারতের মিডিয়াকে ‘বলিউড স্টাইল’ বলেও কটাক্ষ করেন।
প্রাক্তন পাক ক্রিকেটারের দাবি, ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। তাঁর দাবি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ভারত বিনা কারণে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে চাইছে। এতে উত্তেজনা বাড়ে। অশান্তিও ছড়ায়। শাহিদ আফ্রিদির দাবি, এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের নাকি কোনও-ই যোগাযোগ নেই।
আরও পড়ুনঃ KKR vs DC: সবথেকে বড় সমস্যায় কেকেআর! দিল্লি ম্যাচের আগে হবে সমাধান? জেনে নিন বিস্তারিত
এমনকি শাহিদ আফ্রিদি ভারতের ক্রিকেট মহলের পাকিস্তানকে দোষারোপ করাকে নিয়েও কটাক্ষ করেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেকেই তাকে অশালীন, দায় এড়ানো এবং অবিবেচক বলে আখ্যা দেন। শাহিদ আফ্রিদির বক্তব্যে মূলত পাকিস্তানের দায় অস্বীকারের চেষ্টা স্পষ্ট।