TRENDING:

ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার

Last Updated:

Prakhar Chaturvedi: টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও অটুট রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার ৪০০-ই এখনও সর্বাধিক ব্যক্তিগত স্কোর। এবার ৪০০ রান করে নয়া ইতিহাস তৈরি করলেন ভারতের তরুণ ব্যাটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড এখনও অটুট রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার ৪০০-ই এখনও সর্বাধিক ব্যক্তিগত স্কোর। এবার আন্তর্জাতিক ক্রিকেট না হলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রান করে নয়া ইতিহাস তৈরি করলেন ভারতের তরুণ ব্যাটার। রেকর্ড বুকে জায়গা করে নিলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি।
ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান
ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান
advertisement

কোচবিহার ট্রফির ফাইনালে এই ঐতিহাসিক ইনিংস খেলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদি। মহারাষ্ট্র দলের মোট রানের থেকে বেশি রান করেন প্রখর। ম্যাচে কর্নাটক টসে জিতে ফিল্ডিং নেয়। মুম্বই প্রথমে ব্যাটিং করে ৩৮০ রান করে। রান তাড়া করতে নেমে ২২৩ ওভারে ৮৯০/৮ তুলে ডিক্লেয়ার করে কর্ণাটক। একাই অপরাজিত ৪০৪ রানের ইনিংস খেলেন প্রখর চতুর্বেদি। ৬৩৮ বল ব্যাট করে ৪৬টি চার ও ৩টি ছয় মেরেছেন তিনি।

advertisement

কোচবিহার ট্রফির ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান করলেন প্রখর। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংস খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে জয়গা করে নিয়েছেন কর্ণাটকের প্রখর। ৪৪৩ রান করে শীর্ষে রয়েছেন ভৌসাহেব বাবাসাহেব নিম্বালকর। ১৯৪৮ সালে পুনেতে কাথিয়াওয়ারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এই রান করেছিলেন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বাদ টি-২০ বিশ্বকাপ থেকে? কারা নেবে সেই জায়গা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

প্রখর চতুর্বেদির ইনিংসের সৌজ্যন্যেই মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচবিহার। তবে এদিন প্রখর চতুর্বেদির ইনিংসের প্রশংসায় ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিহাসের পাতায় কর্ণটকের তরুণ ব্য়াটার।

বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটে ফের ব্যক্তিগত ৪০০ রান, ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল