TRENDING:

মাটিতে আছাড় খেত ট্রফি, কেন উইলিয়ামসনের ক্যাচ মনে করাবে জন্টি রোডসকে

Last Updated:

Kane Williamson trophy catch: সিরিজ শুরুর আগেই ছো মেরে ট্রফি তুলে নিলেন কেন উইলিয়ামসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন: ১৮ নভেম্বর শুক্রবার থেকে ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন একটি ফটোশুট-এ অংশ নেন।
advertisement

ফটোশুটের সময় একটি খুব মজার ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আসলে কেন উইলিয়ামসন এবং হার্দিক পান্ডিয়া ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে ফটোশুট করছিলেন। ফটোশুটের সময় হঠাৎ দমকা হাওয়ার কারণে ট্রফিটি পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন- কোহলির সেই ছক্কা 'গ্রেটেস্ট টি২০ শট অফ অল টাইম', বিরাট ঘোষণা আইসিসির

advertisement

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাতাসের চেয়েও দ্রুত গতিতে ট্রফিটি ধরে ফেলেন। পাশেই ছিলেন হার্দিক। তবে তাঁরও আগে কেন ট্রফিটি ধরে ফেলেন। এর পর দুজনেই হেসে ফেলেন।

চোখের পলকে ট্রফি ক্যাচ ধরে কেন উইলিয়ামসন মজা করতে শুরু করেন। কেন উইলিয়ামসনের বাতাসের চেয়েও দ্রুত গতিতে ট্রফি ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

advertisement

অনেকেই কেনের রিফ্লেকশন-এর প্রশংসা করছেন। ১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত টিম ইন্ডিয়া-

advertisement

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটকিপার), শুভমান গিল, ইশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ (ভারতীয় সময়):

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

১ম টি-টোয়েন্টি ম্যাচ, ১৮ নভেম্বর, দুপুর ১২.০০, ওয়েলিংটন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মাটিতে আছাড় খেত ট্রফি, কেন উইলিয়ামসনের ক্যাচ মনে করাবে জন্টি রোডসকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল