পাশাপাশি গত দু’বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতেও এখন মরিয়া কেরালা দল ৷ শুধু কোচই নয় , মালিকানাতেও এবার অনেক নতুন মুখ ৷ একগাদা দক্ষিণী নায়ককে এবার দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকরের দলে ৷ চিরঞ্জীবী ও নাগার্জুন ৷ দক্ষিণের এই দুই সুপারস্টারই এখন আইএসএলে কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে যুক্ত হল ৷ মালিকদের তালিকায় এদের পাশাপাশি যুক্ত হয়েছেন আল্লু অরবিন্দ এবং শিল্পপতি এন প্রসাদও ৷
advertisement
বুধবার তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে সচিন-সহ কেরলের পাঁচ মালিক-ই উপস্থিত ছিলেন। সেখানেই কেরালা ব্লাস্টার্সের লোগো লাগানো একটি বলে সই করেন সচিনরা। সেখানেই মাস্টার ব্লাস্টার বলে দিয়েছেন, ‘‘ আমরা আইএসএলে তৃতীয় বছরের ঠিক পথেই এগোচ্ছি বলে মনে হয়। চিরঞ্জীবী, নাগার্জুনদের কেরালা ব্লাস্টার্সে স্বাগত । এখানকার ফুটবল উত্তেজনা এবং কেরালার হাজার হাজার সমর্থকের উন্মাদনার অংশীদার এবার ওরাও হবে।’’