গত ১ মে, বুধবারই সমারসেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি ৷ তার একদিন পরেই হঠাৎ মৃত্যু ৷ জশের মৃত্যুর খবরে স্বভাবতই ইংল্যান্ডের ক্রিকেট মহলে শোকের ছায়া ৷ উরস্টারশায়ারের পক্ষ থেকে বলা হয়েছে, “ক্লাব শোকস্তব্ধ। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত জশ বেকার।”
advertisement
১৭ বছর বয়স থেকে উরস্টারশায়ারের হয়ে খেলা শুরু করেন বেকার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছিলেন তিনি। কাউন্টিতে এই ক্লাবের হয়ে ২৫ ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন জশ বেকার। সব মিলিয়ে বেকার ৪৭টা ম্যাচ খেলেছেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে। নিয়েছেন ৭০টা উইকেট।
বেকারের ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘একজন স্কিলফুল স্পিন বোলারের থেকেও বেশি হচ্ছে ওর স্পিরিট এবং ক্রিকেটের প্রতি ভালবাসা। ওর পেশাদারিত্ব এবং ব্যবহার জশকে বাকিদের থেকে আলাদা করেছে এবং এটাই ওকে স্মরণীয় করে রাখবে।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 2:11 PM IST