পিকে ব্যানার্জির নামাঙ্কিত জিম উদ্বোধন ঘিরে শুক্রবার চাঁদের হাট বসেছিল মোহনবাগান তাঁবুতে। সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরি, শিশির ঘোষ, বিদেশ বসুর মতো প্রাক্তনীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পিকে ব্যানার্জির কন্যা পলা ও অমল দত্তের মেয়ে নুপুর। এছাড়া ছিলেন ডিভিসি’র চেয়ারম্যান আর এন সিং।
অত্যাধুনিক জিমের উদ্বোধন করে পলা ব্যানার্জি বলেন, মোহনবাগানের সঙ্গে বাবার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ক্লাবের এই উদ্যোগে আমি আপ্লুত। জিম ঘুরে দেখার পর ব্যারেটো বলেন, এখন ফুটবল অনেক উন্নত হয়েছে। তাই আধুনিক জিম প্রয়োজন। পাশাপাশি, মোহনবাগান দলকে অভিনন্দন জানাচ্ছি আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
advertisement
ক্লাব সচিব ঘোষণা করলেন, মোহনবাগান মাঠের প্রেসবক্স অমল দত্তের নামাঙ্কিত হবে। পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে প্রয়াত পিকে ব্যানার্জি ও অমল দত্তের স্মৃতিচারণা করলেন শ্যাম থাপা, বিদেশ বসু, প্রদীপ চৌধুরিরা। ব্যারেটো জানিয়ে দিলেন সমর্থকদের এই আবেগ তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
যে ভালোবাসা তিনি পেয়েছেন এখানে সেটা জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। তিনি নিজেকে অর্ধেক ভারতীয় বলেই মনে করেন। বাঙালিও ভাবেন। স্বপ্ন দেখেন সবুজ মেরুন জার্সিতে খেলছেন। বাগানের সবুজ তোতা জানিয়ে দিলেন যেভাবে ম্যানেজমেন্ট প্রথম থেকে দলটার যত্ন নিয়েছে এবং পাশে থেকেছে তাতে মোহনবাগানের ভারত সেরা হওয়াটা খুব একটা অবাক হওয়ার মতো নয়। সব খেলা দেখতে না পারলেও সেমিফাইনাল থেকে তিনি বাগানের একটি ম্যাচ মিস করেননি।