ইংল্যান্ডে খেলা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে সর্বাধিক রান করার রেকর্ড এতদিন ছিল সচিন তেন্ডুলকরের নামে। তিনি করেছিলেন ১৫৭৫ রান। লিডস টেস্টের দ্বিতীয় বড় স্কোর করতে পারেনি জো রুট। মাত্র ২৮ রান করে জসপ্রীত বুমরাহের বলে আউট হন তিনি। কিন্তু এরইমধ্যে মাস্টার ব্লাস্টারের রেকর্ড নিজের নামে করেন জো রুট।
advertisement
ম্যাচ শুরুর আগে রুটের নামের পাশে ছিল ১৫৩টি টেস্টে ১৩,০০৬ রান। ভারতের বিপক্ষে তার ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাকে এই মাইলফলকে পৌঁছে দেয়। এই তালিকায় রুট এখন প্রথম, সচিন তেন্ডুলকার দ্বিতীয় (১৫৭৫) এবং রাহুল দ্রাবিড় তৃতীয় (১৩৭৬ রান)। এই রেকর্ড রুটের টেস্ট কেরিয়ারের অন্যতম গৌরবজনক অর্জন হয়ে থাকবে।
প্রসঙ্গত, প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪৭১ রান করে ভারত। যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিল (১৪৭) ও ঋষভ পন্থ (১৩৪) দুর্দান্ত সেঞ্চুরি করেন। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ভালো জায়গায় রয়েছে। তারা ৩ উইকেট হারিয়ে ২০০-এর বেশি রান তুলে নিয়েছে। অলি পোপ সেঞ্চুরি এবং বেন ডাকেট ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন। ভারতের পক্ষে বুমরাহ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
