IND vs ENG 1st Test: ভাঙলেন পাকিস্তানি বোলারের নজির! দ্বিতীয় দিনে ৩ উইকেট নিয়ে জোড়া বিশ্বরেকর্ড বুমরাহর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st Test: দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সফল হন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে চোট থেকে ফিরেই ২টি বিশ্বরেকর্ডও নিজের নামে করেন ভারতের তারকা পেসার।
লন্ডন: ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ শনিবার (২১ জুন) ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সফল হন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে চোট থেকে ফিরেই ২টি বিশ্বরেকর্ডও নিজের নামে করেন ভারতের তারকা পেসার।
দ্বিতীয় দিনে লিডসে ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করে। বোলিংয়ের সময় বুমরাহের প্রথম শিকার হন জ্যাক ক্রলি। যিনি মাত্র ছয় বল খেলে চার রান করেছিলেন। এরপর বেন ডাকেটকেও দুর্দান্তভাবে বোল্ড করে ফিরিয়ে দেন তিনি। ডাকেট ৯৪ বলে ৬২ রান করেন, যার মধ্যে ছিল নয়টি চারের মার। বুমরাহর নিয়ন্ত্রিত লাইন-লেন্থ এবং বৈচিত্রময় গতি ইংলিশ ব্যাটারদের জন্য বারবার সমস্যার সৃষ্টি করে।
advertisement
এরপর ইংল্যন্ডের ইনফর্ম তারকা ব্যাটার জো রুচ ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু জো রুট ছিলেন বুমরাহেরতৃতীয় শিকার। যিনি ৫৭ বলে ২৮ রান করার পর বুমরাহর একটি নিখুঁত ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন করুণ নায়ারের হাতে। এরইসঙ্গে একটি অনন্য রেকর্ড গড়েন ভারতীয় পেসার। বুমরাহর হাতে রুটের এটি দশমবার আউট হওয়া, যা প্রমাণ করে দুজনের লড়াইয়ে বুমরাহর প্রাধান্য। এর আগে কোনও এশীয় বোলার রুটকে টেস্টে এতবার আউট করতে পারেননি।
advertisement
advertisement
ডাকেটকে আউট করার মধ্য দিয়ে বুমরাহ ভেঙেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর মাটিতে টেস্টে এখন সবচেয়ে বেশি উইকেটপ্রাপ্ত এশিয়ান বোলার হলেন তিনি। আক্রাম ৩২ টেস্টে ১৪৬ উইকেট নিলেও, বুমরাহ ৩২ টেস্টেই তুলে নিয়েছেন ১৪৮ উইকেট।
আরও পড়ুনঃ Shubman Gill Create History: অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি, ৫টি বড় রেকর্ড শুভমান গিলের নামে
advertisement
২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকেই বুমরাহ বিদেশের মাটিতে ভারতের অন্যতম সেরা বোলিং অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইংল্যান্ডে তার ১০ টেস্টে ৪০ উইকেট, অস্ট্রেলিয়ায় ১২ টেস্টে ৬৪ উইকেট, দক্ষিণ আফ্রিকায় ৮ টেস্টে ৩৮ উইকেট এবং নিউজিল্যান্ডে ২ টেস্টে ৬ উইকেট এই পরিসংখ্যান তার দক্ষতার স্বাক্ষর বহন করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 9:08 AM IST

