TRENDING:

সৌরভের প্রস্তাবে না ঝুলনের! মেয়েদের আইপিএলে বিরাট দায়িত্বে চাকদহ এক্সপ্রেস

Last Updated:

Jhulan Giswami: একসঙ্গে দেখা যাবে না সৌরভ-ঝুলনকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দাদার প্রস্তাবে সাড়া দিলেন না ঝুলন। দিল্লি নয় মহিলাদের আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ফ্রাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন চাকদহ এক্সপ্রেস।
advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানালেন, ঝুলন গোস্বামী ডাব্লুপিএলে মুম্বই দলে দেখা যাবে কোচের ভূমিকায়। মঙ্গলবার ইডেনে বাংলা বনাম ঝাড়খন্ড রঞ্জি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সৌরভ।

সেখানেই ম্যাচ শেষে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় ছেলেদের এবং মেয়েদের ipl এর আগে দিল্লি কি কি পরিকল্পনা রয়েছে। তখন সৌরভ জানান আগামী মাস থেকে শুরু হবে ছেলেদের আইপিএলের প্রস্তুতি।

advertisement

আরও পড়ুন- কত বড় হয়ে গেল ধোনির মেয়ে জিভা! বাবার পথেই হাঁটছে মেয়ে, দেখুন ছবি

দিল্লির ক্যাম্প শুরু হয়ে যাবে। পাশাপাশি সৌরভ উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে বলতে গিয়ে বলেন, আমরা ঝুলনকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ও দিল্লিতে যোগ দিচ্ছে না। মুম্বই দলে যাচ্ছে ঝুলন। ফলে দাদার দিল্লির প্রস্তাবকে না করে মুম্বইয়ের পথে ঝুলন গোস্বামী।

advertisement

দিল্লি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে প্রাক্তন ক্রিকেটার ডাব্লুভি রমনকে ব্যাটিং কোচ আর ঝুলন গোস্বামীকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দিল্লি থেকে আরও ভালো প্রস্তাব পাওয়ায় মুম্বইতে গেলেন ঝুলন।

যদিও এ বিষয়ে ঝুলনের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়ে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ফলে মুম্বই দলে ঠিক কি ভূমিকায় দেখা যাবে ঝুলনকে তা এখনই স্পষ্ট নয়।

advertisement

বোলিং কোচ নাকি মেন্টার হিসেবে ঝুলন কাজ করবেন, সেটাই এখন দেখার। তবে ঝুলনের ঘনিষ্ঠ মহলের খবর, মুম্বই দলে মেন্টারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ক্রিকেট থেকে অবসর জানানোর পর বর্তমানে বাংলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত রয়েছেন ঝুলন গোস্বামী। বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টার হিসেবে কাজ করেন তিনি।

advertisement

ঝুলন আগেই জানিয়েছিলেন, মেয়েদের আইপিএলে তিনি ফিরবেন। ক্রিকেটার হিসেবে যে তিনি ফিরবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন। ক্রিকেট ছাড়ার পর আর বল হাতে নামতে রাজি ছিলেন না ঝুলন। তবে বড় কোন দায়িত্বে তাঁকে দেখা যাবে সেরকম ইঙ্গিত আগেই নিউজ18 বাংলাকে দিয়ে রেখেছিলেন ঝুলন।

আরও পড়ুন- ইডেনে বাংলার পেস দাপটে ব্যাকফুটে ঝাড়খন্ড! দুরন্ত আকাশ, মুকেশ জুটি

এবার সেই মতোই মুম্বই দলের কোচিং স্টাফ হিসেবে দেখা যাবে চাকদহ এক্সপ্রেসকে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা দিল্লিতে। সেই অকশনে মুম্বইয়ের হয়ে টেবিলে বসবেন ঝুলন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটাররা মনে করছেন, ঝুলন মেয়েদের আইপিএলে যুক্ত হওয়ায় বাংলার মেয়েরা বেশি করে সুযোগ পাবে। এমনিতে কলকাতার কোনও ফ্রাঞ্চাইজি নেই ডব্লিউপিলে। তবে ঝুলনের হাত ধরে প্রতিভাবান বাংলার মেয়েরা মুম্বইয়ের সুযোগ পাবেন বলে আশাবাদী প্রাক্তনরা।

বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভের প্রস্তাবে না ঝুলনের! মেয়েদের আইপিএলে বিরাট দায়িত্বে চাকদহ এক্সপ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল