TRENDING:

মেয়েদের ক্রিকেটের কাছে দিওয়ালি গিফট, সমাজে যাবে নতুন বার্তা! সমান টাকা নিয়ে বক্তব্য ঝুলনের

Last Updated:

মেয়েদের সমান পেমেন্টকে দীপাবলির সেরা উপহার বলছেন ঝুলন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। যতদিন ছিলেন খাতায়-কলমে অধিনায়ক না থাকলেও ঝুলন গোস্বামী ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন। সেটা আগামী দিনেও থাকবেন। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন ঝুলন। জানিয়ে দিলেন তিনি ধন্যবাদ জানাচ্ছেন বিসিসিআইয়ের সব কর্তা এবং অফিস বিয়ারারদের।
বিসিসিআই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সম্মানিত ঝুলন
বিসিসিআই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সম্মানিত ঝুলন
advertisement

এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ল্যান্ডমার্ক সিদ্ধান্ত বললেও ভুল হবে না। মহিলা ক্রিকেটের কাছে এটা যেন দীপাবলির উপহার। শুধু টাকার জন্যই নয়। এর ফলে সমাজে একটা বিশাল বার্তা গেল। বিশ্বের বিভিন্ন দেশে এবং ভারতের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটা বড় পথপ্রদর্শক হয়ে থাকল। ছেলে মেয়ে সমান, মুখে বলা হলেও কাজে করে দেখাল বিসিসিআই।

advertisement

এর ফলে মেয়েদের আর্থিক দিক থেকে যেমন জোর বাড়বে, তেমনই বাবা মায়েরা নিজেদের মেয়েদের পেশাদার ক্রিকেটের দিকেও আনার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। একজন ক্রিকেটার হিসেবে এটাই সবচেয়ে আনন্দের দিক। শুধু আর্থিক উন্নতি নয়, মানসিকতার উন্নতি।

জয় শাহ জানিয়েছিলেন, এখন থেকে মহিলারা ক্রিকেটাররাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন। টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লাখ টাকা পাওয়া যায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচের জন্য পুরুষ ক্রিকেটারদের দেওয়া হয় ৬ লাখ টাকা করে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, পুরুষরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচ খেলার জন্য ৩ লাখ টাকা পান। এবার থেকে মহিলা ক্রিকেটারদেরও একই পারিশ্রমিক দেওয়া হবে। এর ফলে ক্রিকেট ছাড়া অন্যান্য যে খেলার সংগঠন আছে দেশে তাদের কাছেও একটি বার্তা গেল বলে মনে করেন ঝুলন। সবদিক থেকে মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্য করবে বোর্ডের এই সিদ্ধান্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়েদের ক্রিকেটের কাছে দিওয়ালি গিফট, সমাজে যাবে নতুন বার্তা! সমান টাকা নিয়ে বক্তব্য ঝুলনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল