এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ল্যান্ডমার্ক সিদ্ধান্ত বললেও ভুল হবে না। মহিলা ক্রিকেটের কাছে এটা যেন দীপাবলির উপহার। শুধু টাকার জন্যই নয়। এর ফলে সমাজে একটা বিশাল বার্তা গেল। বিশ্বের বিভিন্ন দেশে এবং ভারতের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটা বড় পথপ্রদর্শক হয়ে থাকল। ছেলে মেয়ে সমান, মুখে বলা হলেও কাজে করে দেখাল বিসিসিআই।
advertisement
এর ফলে মেয়েদের আর্থিক দিক থেকে যেমন জোর বাড়বে, তেমনই বাবা মায়েরা নিজেদের মেয়েদের পেশাদার ক্রিকেটের দিকেও আনার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। একজন ক্রিকেটার হিসেবে এটাই সবচেয়ে আনন্দের দিক। শুধু আর্থিক উন্নতি নয়, মানসিকতার উন্নতি।
জয় শাহ জানিয়েছিলেন, এখন থেকে মহিলারা ক্রিকেটাররাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন। টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লাখ টাকা পাওয়া যায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচের জন্য পুরুষ ক্রিকেটারদের দেওয়া হয় ৬ লাখ টাকা করে।
বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, পুরুষরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচ খেলার জন্য ৩ লাখ টাকা পান। এবার থেকে মহিলা ক্রিকেটারদেরও একই পারিশ্রমিক দেওয়া হবে। এর ফলে ক্রিকেট ছাড়া অন্যান্য যে খেলার সংগঠন আছে দেশে তাদের কাছেও একটি বার্তা গেল বলে মনে করেন ঝুলন। সবদিক থেকে মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্য করবে বোর্ডের এই সিদ্ধান্ত।