এক রোমাঞ্চকর আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ২৯৮ রান। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পরে দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করে দেয়। এর ফলে ভারত যোগ দিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাতারে — যারা আগে বিশ্বকাপ জিতেছে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় “উইমেন ইন ব্লু”-র প্রতি শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। জেমামইমা রড্রিগেজ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিশ্বকাপ ট্রফি হাতে কিছু দারুণ ছবি শেয়ার করেন। তিনি একটি ছবির ক্যাপশনে লিখেছেন, “গুড মর্নিং ওয়ার্ল্ড”, যেখানে তাঁকে ও স্মৃতি মন্ধানাকে ট্রফি হাতে হোটেলের ঘরে দেখা গিয়েছে। আরেকটি পোস্টে তিনি রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডি-র সঙ্গে ট্রফি নিয়ে হাসি মুখে ছবি শেয়ার করেছেন, লিখেছেন — “আমরা কি এখনো স্বপ্ন দেখছি?”
ম্যাচে শেফালি ভার্মা, যিনি প্রতীকা রাওয়ালের চোটের কারণে দলে ফিরেছিলেন, খেললেন জীবনের সেরা ইনিংস — ঝলমলে ৮৭ রান এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ফাইনালকে নিজের মঞ্চে পরিণত করলেন। তাঁর সঙ্গে দুর্দান্তভাবে জুটি বাঁধেন দীপতি শর্মা, যিনি শান্ত স্বভাবে অর্ধশতরান করেন এবং পরে পাঁচটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনিই নির্বাচিত হন ফাইনালের সেরা খেলোয়াড়।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, ভারতের মেয়েদের বিশ্বজয়ে জানালেন শুভেচ্ছা
এই সাফল্য বহু বছরের হতাশা ও বেদনার অবসান ঘটিয়ে মহিলা ক্রিকেটে ভারতের নতুন ভোরের সূচনা করল। এই জয় ছিল অঞ্জুম চোপড়া, মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর মতো পথপ্রদর্শকদের জন্য, এবং সেই নতুন প্রজন্মের জন্য, যারা তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২ নভেম্বর, ২০২৫ — ভারতীয় মহিলা ক্রিকেটের সোনালি অধ্যায়ের সূচনা।
