এএনআই জয় শাহের মন্তব্য নিয়ে ট্যুইট করে জানিয়েছে ‘‘Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI’’
advertisement
এদিকে প্রবল জল্পনার শুরু হয় যখন সৌরভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এক বিশাল বড় খবর দেন৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এ দিন নিজেই সামাজিক মাধ্যমে এ কথা ঘোষণা করেছেন সৌরভ নিজেই৷ সৌরভের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি রাজনীতিতে আসছেন কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ কারণ, ট্যুইটারে সৌরভ নিজের পোস্টে লিখেছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যার ফলে বহু মানুষ উপকৃত হবেন৷
নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের তিরিশ বছর পূর্তিতে এ দিন ট্যুইটারে এই পোস্ট করেন সৌরভ৷ অতীতে অবশ্য সৌরভ নিজেই বার বার বলেছেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই৷ তা সত্ত্বেও রাজ্যসভা নির্বাচনের ঠিক আগে সৌরভের এই পোস্টে তাঁর রাজনীতিতে যোগ নিয়েই নতুন করে জল্পনা ছড়িয়েছে৷