TRENDING:

Jay Shah Son: শাহ পরিবারে খুশির জোয়ার, ফের বাবা হলেন জয় শাহ, স্ত্রী রিতিশার কোল আলো করে এল ছেলে

Last Updated:

Jay Shah Son: জয় শাহ হলেন বাবা, তিন সন্তানের বাবা হয়ে খুশির জোয়ার, শুভেচ্ছায় ভাসছেন জয় শাহ ও অমিত শাহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: অমিত শাহের বাড়িতে খুশির আওয়াজ। আমরা আপনাকে জানিয়ে রাখি যে অমিত শাহের ছেলে জয় শাহের স্ত্রী রিতিশা প্যাটেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ২০১৫ তে বিয়ে হয়েছিল এই দম্পতির৷ ২৪ নভেম্বর ২০২৪ এ পুত্র সন্তানের মুখ দেখলেন দম্পতি৷
জয় শাহ ফের হলেন বাবা
জয় শাহ ফের হলেন বাবা
advertisement

পুত্র সন্তান জন্মানোর কারণে খুশির জোয়ার শাহ ও প্যাটেল পরিবারে৷ শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে অমিত শাহ ও জয় শাহের কাছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছে, তার স্ত্রী ঋষিতা প্যাটেল পুত্র সন্তানের মা হলেন৷ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল রবিবার সৌদি আরব মেগা নিলামের আসরে এই সুখবর দেন৷

advertisement

আরও পড়ুন – IPL Auction 2025 Live, Day 2: ২০১৭-র পর ফের ঘরে ফিরলেন মণীশ পান্ডে, পুরনো নাইটকে সস্তায় তুলে নিল কেকেআর

অরুণ ধুমল জয় শাহকে শুভেচ্ছা জানান এবং তাঁকে ভারতীয় দলের অফ ফিল্ড ক্যাপ্টেন বলেন৷ এদিকে দিন কয়েক আগেই ভারতের অন দ্য ফিল্ড অধিনায়ক রোহিত শর্মাও পুত্র সন্তানের বাবা হয়েছেন৷ এর কারণে পারথে প্রথম টেস্টে খেলতেও পারেননি ভারত অধিনায়ক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এখনও পর্যন্ত জয় শাহের সদ্যোজাতর কোনও ছবি সামনে আসেনি৷ এমনকি ছেলের কী নাম রাখা হচ্ছে সেটা নিয়েও কোনও খবর পাওয়া যায়নি৷ এদিকে এর আগেও তাঁদের দুজন সন্তান আছে৷ দুটিই কন্যা সন্তান৷ ২০১৭ সালে প্রথমবার মেয়ের বাবা হন জয় শাহ৷ আর দ্বিতীয় কন্যার বিয়ে হয় ২০২০ -র মে মাসে৷ এবার তাঁদের তৃতীয় সন্তান হল৷ ফলে ঘরে আনন্দের জোয়ার৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Jay Shah Son: শাহ পরিবারে খুশির জোয়ার, ফের বাবা হলেন জয় শাহ, স্ত্রী রিতিশার কোল আলো করে এল ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল