জয়ের পর জয় শাহ ট্যুইট করেছেন, "ভারতে মহিলাদের ক্রিকেট বাড়ছে এবং বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে উন্নীত করেছে।" আরও বলেছেন, ‘‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে পুরো দল এবং সহকারীদের ৫কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’’
আরও পড়ুন - Kolkata International Book Fair: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
advertisement
ভারতীয় দলের বাঙালি বোলার তিতাস সাধু মহিলা অনুর্ধ্ব-১৯-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট নিয়ে বাঙলার আগুনে কন্যা। একই ইংল্যান্ডের গ্রেস স্ক্রাইভেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' পুরস্কার পান।
আরও পড়ুন - ‘‘আমরা চাই, রাজ্যপালের হাতেখড়ি হোক, অন্নপ্রাশন হোক’’- বিজেপি বনাম রাজ্যপাল সংঘাত!
শেফালি ভার্মা সকলকেই কৃতিত্ব দিয়েছেন
জয়ের পরে, শেফালি ভার্মা স্বাভাবিকভাবে প্রথম মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের জন্য উচ্ছ্বসিত ছিলেন৷ তিনি বলেন, “মেয়েরা যেভাবে পারফর্ম করছে এবং একে অপরকে সমর্থন করছে, এতে আমি খুবই খুশি। দারুণ লাগছে। কর্মীদেরও ধন্যবাদ, তাঁরা যেভাবে আমাদের সমর্থন করছে। তাঁরা আমাদের বলছে যে আমরা এখানে এসেছি শুধুমাত্র বিশ্বকাপ জিততে। তাঁদের অনেক ধন্যবাদ। আমাকে এত সুন্দর দল দেওয়ার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ। বিশ্বকাপ জয়ে আমি খুবই খুশি।’’