TRENDING:

'জুম্মা জুম্মা ৮ দিনের বাচ্চা ওরা', হেরে ভূত হয়েও মুখ খই ফুটছে পাকিস্তানিদের!

Last Updated:

Javed Miandad On Afghanistan: এশিয়া কাপ খুইয়েও কথা থামছে না পাকিস্তানের তারকাদের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: এশিয়া কাপ খুইয়েছে পাকিস্তান। তবে তাতে মনে হয় তাদের খুব একটা আক্ষেপ নেই! মহম্মদ রিজওয়ান বলেছেন, তাঁরা ভাল খেলেছেন। হেরেছেন বলে দুঃখ আছে, তবে আক্ষেপ নেই।
advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ আফগানিস্তানের ক্রিকেটারদেরনিয়ে যা নয় তাই বলেছেন। আসলে আফগানদের সঙ্গে ম্যাচটার স্মৃতি পাকিস্তানিদের মনে গেঁথে গিয়েছে।

পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। একটা সময় পরিস্থিিতি হাতাহাতির পর্যায় চলে যায়। সেই ম্যাচ নিয়ে এখনও পাকিস্তানি তারকাদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- পাক বোলারদের দাপট সামলে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখলেন রাজাপক্ষ

advertisement

ম্যাচ চলাকালীন আফগানিস্তানের ফরিদ আহমেদের দিকে ব্যাট তুলে এগিয়ে যান পাকিস্তানের ব্যাটার আসিফ আলি। পরে সতীর্থরা তাঁকে শান্ত করেন। সেই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

আসিফের উইকেট নেওয়ার পর ফরিদ তার কাছাকাছি এসে উদযাপন শুরু করে।, তখনই এই ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়রা হস্তক্ষেপ করেন।

advertisement

এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি একটি ইউটিউব চ্যানেলকে বলেছেন, 'পাকিস্তান ভাল খেলেছে। কিন্তু আফগানিস্তানের ব্যাপারে আমি হতাশ। ওদের আচরণ আজকাল খুব খারাপ হয়েছে। আমরাই ওদের বিশ্বের সামনে এনেছি। ওরা পাকিস্তানে অনুশীলন করত। এখন ওদের ভাষা শুনে আমি অবাক। ওদের বয়স কত? জুম্মা জুম্মা ৮ দিনের বাচ্চা ওরা।'

advertisement

আরও পড়ুন- এশিয়ার সেরা কে, ঠিক হবে আজ! মেগা ফাইনালে টস জিতল পাকিস্তান

মিয়াঁদাদ আরও বলেন, 'আফগানিস্তানের খেলোয়াড়রা পাকিস্তানে এসে ক্রিকেট শিখেছে। আমি এর সাক্ষী। কারণ আমি অনেক খেলোয়াড়কে কোচিং করিয়েছি। এখন আমি অবাক হয়ে দেখলাম ওরা কেমন আচরণ করেছে! তোমাদের দেশে ক্রিকেট বলে কিছুই না। আইসিসিরও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'জুম্মা জুম্মা ৮ দিনের বাচ্চা ওরা', হেরে ভূত হয়েও মুখ খই ফুটছে পাকিস্তানিদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল