কিছুদিন আগেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল। ১০ ম্যাচ খেলে মাত্র ৫ উইকেট জসপ্রীত বুমরাহর নামের পাশে বেমানান। রবি শাস্ত্রী জানিয়েছিলেন এই নিয়ে চিন্তা করার কিছু নেই। সঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন বুমরাহ। সেটাই হল। আজ কেকেআরের বিরুদ্ধে ফিরতি ম্যাচে জ্বলে উঠলেন দেশের সেরা পেস বোলার। ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি। বুমরাহ জানিয়ে দিলেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না।
advertisement
কিন্তু সেটা নিয়ে বেশি চাপে ছিলেন না। জানতেন নিজের স্বাভাবিক বোলিং করতে পারলে ফর্মে ফিরবেন। অনুশীলনেও কঠিন পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মার সমর্থন ছিল সব সময়। উইকেটের চরিত্র দেখে বুমরাহ শর্ট বল করবেন ভেবে রেখেছিলেন। আজ আইপিএলে প্রথম বার পাঁচ উইকেট নিলেন বুমরাহ। বিশেষ করে এদিন রাসেলকে যেভাবে আউট করলেন বুমরাহ তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়।
আর নাইটদের যাত্রা শেষের পেছনে হয়তো সবচেয়ে বড় ভূমিকাটা থাকবে জসপ্রীত বুমরাহর। খুব স্বাভাবিক ব্যাপার স্বামীর এরকম দুরন্ত পারফরম্যান্স দেখে খুশি হবেন যে কোন স্ত্রী। তবে মজার বিষয় এই পারফরম্যান্স দাম পেল না। মুম্বইকে হারিয়ে ম্যাচটা জিতে নিল কেকেআর