TRENDING:

RCB vs KKR: রয় বাহাদুর, রানার প্রতাপ, রিঙ্কু ম্যাজিকে কোহলিদের বিরুদ্ধে বড় স্কোর কেকেআরের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ইডেনে ধোনির চেন্নাই এর বিরুদ্ধে বড় ব্যবধানে হারের ম্যাচে কেকেআর দলের একমাত্র উজ্জ্বল রেখা ছিলেন তিনি। ২৬ বলে ৬২ রান করেছিলেন। জেসন রয় পরিবর্ত ক্রিকেটার হিসেবে সার্ভিস দেবেন সেটা বোঝা গেছিল। আজ বেঙ্গালুরর মাঠে তিনি ওপেন করলেন। সঙ্গে ছিলেন বিরক্তিকর ওপেনার জগদীশন। বল নষ্ট করা ছাড়া যিনি কিছুই করতে পারলেন না। ২৯ বলে ২৭ রানের একটা বিরক্তিকর ইনিংস খেলেন তামিলনাড়ুর ক্রিকেটার।
রানা ৪৮ করে আউট হলেন। ভেঙ্কটেশ গেলেন ৩১ করে। দুটো উইকেট নিলেন হাসারাঙ্গা
রানা ৪৮ করে আউট হলেন। ভেঙ্কটেশ গেলেন ৩১ করে। দুটো উইকেট নিলেন হাসারাঙ্গা
advertisement

তবে অন্যদিকে রয় স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করলেন। পাওয়ার প্লের মধ্যে কেকেআর পৌঁছে গেল ৬৬ রানে। ২৩ বলে ৫০ পূর্ণ করলেন ইংলিশ ওপেনার। দশ ওভার শেষে কেকেআরের রান ছিল ৮৮। ভাল খেলতে থাকা রয় (৫৬) বোল্ড হলেন বিশাকের বলে। এবার ছিলেন ভেঙ্কটেশ এবং অধিনায়ক নীতিশ রানা। কিন্তু হঠাৎ করেই রান ওঠার গতি কমে গেল।

advertisement

রানার সহজ ক্যাচ গেলেন সিরাজ। এমনিতে বেঙ্গালুরর মাঠে জয় পেতে গেলে কম করে ২০০ রান করতে হয়। পরিসংখ্যান সেটাই বলে। ভেঙ্কটেশ এবং রানা দুজনেই যতটা ঝড় তোলা দরকার ছিল সেটা করতে পারলেন না ব্যাট হাতে। ১৫ ওভারের শেষ কলকাতার রান ছিল ১৩১/২।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বেঙ্গালুরুর বোলাররা স্লো বল বুদ্ধি করে করছিলেন। রানা এরপর দুটি ছক্কা মারলেন বটে, কিন্তু যতটা আগুন দরকার ছিল সেটা পাওয়া গেল না কেকেআর ব্যাটসম্যানদের পক্ষ থেকে। রানা ৪৮ করে আউট হলেন। ভেঙ্কটেশ গেলেন ৩১ করে। দুটো উইকেট নিলেন হাসারাঙ্গা। রিঙ্কু সিরাজকে একটি ছয় এবং দুটি বাউন্ডারি মারলেন। রাসেল যথারীতি ব্যর্থ। বোল্ড হলেন। ডেভিড উইসে হর্ষলের শেষ ওভারে দুটি ছক্কা মেরে দুশো নিয়ে গেলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs KKR: রয় বাহাদুর, রানার প্রতাপ, রিঙ্কু ম্যাজিকে কোহলিদের বিরুদ্ধে বড় স্কোর কেকেআরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল