TRENDING:

আজ জাপানের প্রতিপক্ষ সাত গোল খাওয়া কোস্টারিকা! ফের জ্বলে উঠতে মরিয়া ব্লু সামুরাই

Last Updated:

Japan ready for Costa Rica challenge and aim for last 16 qualification in Qatar World Cup. আজ জাপানের প্রতিপক্ষ সাত গোল খাওয়া কোস্টারিকা! ফের জ্বলে উঠতে মরিয়া ব্লু সামুরাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ জার্মানির বিরুদ্ধে জয় পেয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ব্লু সামুরাই জাপান। প্রথম ম্যাচেই জার্মানির রক্ষণ ভাগের দুর্বলতা বার বার দেখিয়ে দিয়েছিল জাপান। সামনে জার্মানির মতো শক্তি থাকলেও গুটিয়ে থাকেননি জাপানের ফুটবলাররা। গোটা ম্যাচে সমানে সমানে লড়াই করেন তাঁরা।
গতিতে কোস্টারিকা বধের লক্ষ্যে জাপান
গতিতে কোস্টারিকা বধের লক্ষ্যে জাপান
advertisement

ম্যাচের ৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন গুন্ডয়ান। তবু দমে না গিয়ে দ্বিতীয়ার্ধে বাজিমাত করে এশীয়রা। ৭৫ মিনিটে জাপানের হয়ে প্রথম গোল করেন রিটসু ডোয়ান। সমতা ফেরানোর পর আরও চাপ বাড়ায় জাপান। মুলাররা গোল করার চেষ্টা করলেও নিজেদের ডিফেন্স পোক্ত রাখে তারা। বরং, কিছুটা খেলার গতির বিপরীতেই ৮৩ মিনিটে অনবদ্য গোলে জাপানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তাকুমা আসানো।

advertisement

আরও পড়ুন - স্পেনের বিরুদ্ধে আজ মরণ বাঁচন ম্যাচ জার্মানির ! মরিয়া মুলার, হাসছেন এনরিকে

জাপানের দ্বিতীয় গোলের পরেই বিশ্বকাপের দ্বিতীয় অঘটন কার্যত নিশ্চিত হয়ে যায়। গত ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ব্যাপারে এগিয়ে আছে জাপান। আজ তারা নামবে দুর্বল দল কোস্টারিকার বিরুদ্ধে, যারা বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ গোলে হেরেছে স্পেনের কাছে।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

টমিয়াসু এবং মিনামিনাও ইউরোপিয়ান ফুটবলে যথেষ্ট পরিচিত নাম,তাদের উপর ভরসা করবেন জাপান কোচ। শালকে ডিফেন্ডার ইয়সিদা তাদের অধিনায়ক এবং তিনিই ডিফেন্সের ভার সামলাবেন। তবে আক্রমণ ভাগ নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবে সামুরাই ব্লু। শেষবার এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন জাপান জিতেছিল ৩-০ গোলের ব্যবধানে। অন্যদিকে কোস্টারিকা আজ মরিয়া লড়াই চালাবে তাতে সন্দেহ নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আজ জাপানের প্রতিপক্ষ সাত গোল খাওয়া কোস্টারিকা! ফের জ্বলে উঠতে মরিয়া ব্লু সামুরাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল