এই ম্যাচে জাপান হেরে গেলেও ম্যাচের পর গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ম্যাচ চলাকালীন জাপান একটি বড় ভুল করেছে। FIH অর্থাৎ আন্তর্জাতিক হকি ফেডারেশন পুরো বিষয়টি তদন্ত করছে।
আরও পড়ুন- আরবের অসহ্য গরমে অবস্থা কাহিল রোনাল্ডোর! মেসির বিপক্ষে নামার আগে নতুন শপথ
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ১১-র বদলে ১২ জন খেলোয়াড় নামিয়ে দেয়। ১২ জন খেলোয়াড়কে মাঠে দেখা যায়। আন্তর্জাতিক হকি ফেডারেশন বিষয়টি তদন্ত শুরু করবে।
advertisement
FIH-এর বিবৃতি অনুযায়ী, জাপান ভুল করে এমনটা করেছিল। এফআইএইচ কর্মকর্তারা কোরিয়ান দলকে বিষয়টি জানিয়েছেন। এত বড় ভুল কী করে হল, আদৌ এটা ভুল কি না, সেই ব্যাপারে তদন্ত করছে হকি ফেডারেশন।
জাপানের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি বেলজিয়ামের বিরুদ্ধে। ওই ম্যাচের আগে FIH তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। হকির মতো খেলায় দলগুলো প্রায়ই এমন ভুল করে থাকে। তবে এটি ভুল নাকি প্রতারণা তা তদন্তের পরই পরিষ্কার হবে।
আরও পড়ুন- কিউইয়ি চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত ভারত, লক্ষ্য সেই সিরিজ হোয়াইটওয়াশ
জাপানের মতো দল যে কোনো খেলাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খেলে। জাপান ইচ্ছাকৃতভাবে এটি করেছে, এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে। তবুও ব্যাপারটি তদন্তসাপেক্ষ। জাপান ইচ্ছাকৃত এমন কাজ করে থাকলে তাদের বড়সড় শাস্তির মুখে পড়তে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে হকি ফেডারেশন।