জানা গিয়েছে যে জামুইতে এক যুবকের বিয়ে হয় এবং যখন তিনি সকলকে বিদায় জানিয়ে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন পথে তাঁর সঙ্গে এ হেন কাণ্ড ঘটে, যা তিনি কল্পনাও করেননি। বিয়ের পর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু, তিনি কখনও ভাবেননি যে, রাস্তাতেই তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
advertisement
আসলে, জামুইয়ের এই যুবক বিয়ের পর তাঁর স্ত্রীকে যখন নিজের বাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর স্ত্রী পথের মাঝখানেই অদৃশ্য হয়ে যান। তাঁর স্ত্রী এমন কাণ্ড করেন, যা বরের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শুধু তাই নয়, তাঁর স্ত্রী পালিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতিটি গ্রহণ করেন, তা সকলকে অবাক করতে বাধ্য।
আরও পড়ুন- লটারিতে এক কোটি টাকা জিতলে হাতে কত আসে? ট্যাক্স কত কাটে? শুনলে মাথা ঘুরবে
পুরো ঘটনাটি সকলকে চমকে দেবে –
বাঁকার কাটোরিয়া থেকে এক যুবকের বিয়ের শোভাযাত্রা জামুই জেলার সোনো থানা এলাকায় পৌঁছেছিল। যেখানে বিয়ে খুব জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর, বরহযাত্রীরা সবাই ফিরে গিয়েছিলেন। কিন্তু, বর তাঁর বউকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এসেছিলেন। যেখানে তিনি ৫ দিন ছিলেন এবং ৫ দিন পর তাঁদের বিদায় দেওয়া হয়েছিল।
বর কনেকে তাঁর নিজের বাড়ি কাটোরিয়ায় নিয়ে যাচ্ছিলেন। বর-কনের গাড়ি মাছ বাজারের কাছে ঝাজ্জা বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কনে জানান যে, তিনি তৃষ্ণার্ত, বরকে জল আনতে বলেন। বর নিজের পাগড়ি গাড়িতে রেখে জল আনতে নেমে যান। কিন্তু, এরপর যা ঘটে, তা বরের সঙ্গে সঙ্গে সকলকে হতবাক করে দিয়েছে।
বর জল আনতে যাওয়ার সময়েই কনে পালালেন –
বলা হচ্ছে যে, বর যখন জল আনতে যান, তখন কনে তাঁর প্রেমিককে ডেকে পাঠান এবং তাঁর সঙ্গে পালিয়ে যান। মেয়ের বাবা কারু দাস জানান, গ্রামের বাসিন্দা রাজু কুমার নামে এক যুবক তাঁর মেয়ের পিছু নিচ্ছিলেন। তিনিই কনেকে নিয়ে ঝাজ্জায় পালিয়ে যান। মেয়ের বাবা অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনও খোঁজ পাননি। কনে পালিয়ে যাওয়ার পর বর হতবাক হয়ে যান। পরিবার ঝাজ্জা থানায়ও অভিযোগ দায়ের করেছে। কনের পালানোর এই অভিনব পদ্ধতি এখন জেলায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।