নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। ৯৭ মিনিটে বক্সের বাইরে সুনীলকে কেরলের এক ফুটবলার ফাউল করায় ফ্রিকিক দেন রেফারি। সেই ফ্রিকিক দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও, বিতর্ক বড় হল ফ্রিকিকের পর। কেরলের গোলরক্ষক ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই শট মারেন সুনীল।
রেফারি গোলও দিয়ে দেন। কেরলের ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। কিন্তু তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি ক্রিস্টাল জন। কোচ ইভান ভুকোমানভিচের নির্দেশে মাঠ ছাড়েন কেরল ফুটবলাররা। চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেও খুশি হননি তিনি।
ম্যাচ কমিশনার পর্যন্ত খেলা শুরু করাতে পারেননি। তবে গোল বাতিল হয়নি। বেঙ্গালুরু ম্যাচটা জয়লাভ করে পৌঁছে গেল সেমিফাইনালে। শীর্ষ স্থানে থাকা দল মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে তারা। তবে মাঠে উপস্থিত কেরলের ফুটবলার এবং কোচ এমনকি সাপোর্ট স্টাফরাও রাগে ফেটে পড়েন। এই আচরণের জন্য কেরল দলের শাস্তি হয় কিনা সেটাই দেখার। কেউ কেউ আবার সুনীলের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন।