পিটিআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে ঋদ্ধি বলেছেন, ''গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চলার সময় মাঠে ক্রিকেটাররা ছাড়া কারও থাকার অনুমতি ছিল না। এমনকী মাঠকর্মীদের প্র্যাকটিসের সময় মাঠে থাকতে দেওয়া হয়নি। তবে এবার এখানে আইপিএলের সময় মাঠে লোকজন থাকত। এমনকী বাচ্চারা মাঠের পাশে থাকা পাঁচিলে উঠে উঁকি মারত। আইপিএল আয়োজন নিয়ে আমার বেশি কথা বলা উচিত নয়। সেটা আয়োজকদের সিদ্ধান্ত। তবে এটুকু বলব, গতবার সংযুক্ত আরব আমিরশাহীতে কিন্তু আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছিল।'' এবার আইপিএলে একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহাও করোনা পজিটিভ হন। তার পর দিল্লিতে ১৫ দিন একটি হোটেলে নিভৃতবাসে ছিলেন তিনি। জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও এতজন ক্রিকেটার কী করে আক্রান্ত হলেন! ঋদ্ধি বলছিলেন, ''সেটা আমি বলতে পারব না। তবে এবারও আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হলে হয়তো ভাল হত। এই ব্যাপারে আয়োজকদের ভাবা উচিত।''
advertisement
৪ মে কোভিড পজিটিভ হন তিনি। সেইদিনই আইপিএল মাঝপথে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। ঋদ্ধি এখন সুস্থ। তিনি বলেছেন, আমি এখন সব কাজ করছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। তবে ট্রেনিংয়ে নামলে বুঝতে পারব শরীর কতটা ধকল নিতে পারছে! এখন সাধারণ কাজকর্ম করতে কোনও ক্লান্তি অনুভব হচ্ছে না। পজিটিভ হওয়ার পর প্রথমে কয়েকদিন জ্বর ছিল। পাঁচ-ছ দিনের মাথায় আর কোনও স্বাদ, গন্ধ পাচ্ছিলাম না। বাড়ি ফিরে হালকা শরীর চর্চা করছি। তবে মুম্বইতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর ট্রেনিং করলে শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পাব। উল্লেখ্য, সামনের মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। আর সেই দলে রয়েছেন ঋদ্ধিমান।