কোহলির কথায়, 'যদি বোলারদের গুরুত্ব না দেওয়া হয় একটি ম্যাচে, তা হলে আপনার চিন্তা একেবারেই নেতিবাচক৷ যে ভাবে আমাদের বোলাররা বল করছেন, দেশ হোক বা বিদেশের পিচ, সব জায়গাতেই উইকেট পাবেন৷ এমনকী স্পিনাররাও, যে কোনও পিচে খেলার মোড় ঘুরিয়ে দেবেন৷ সুতরাং, আমি মনে করি, গোটাটাই মাইন্ডসেট৷ যদি আপনা ভাবেন, বোলিং হয়তো খুব একটা ভালো হবে না, তা হলে আপনার শরীরী ভঙ্গিও সেরকম হবে৷ আমাদের বোলাররা প্রচণ্ড ক্ষুধার্ত৷'
advertisement
এরপরই প্রসঙ্গ ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ দক্ষ ভাবে ইডেন টেস্ট পরিচালনা ও বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়ার কৃতিত্ব মহারাজকেই দিচ্ছেন বিরাট৷ মাঠে কী ভাবে আগ্রাসী মনোভাব দেখাতে হয়, তা সৌরভের কাছেই শেখা বলে জানালেন কোহলি৷ সৌরভের প্রশংসায় পঞ্চমুখ বিরাটের কথায়, 'টেস্ট ক্রিকেট মানসিক যুদ্ধ, আমরা সকলেই জানি৷ আগে কোনও ব্যাটসম্যানকে বল করে আহত করার চেষ্টা করত না বোলাররা৷ এখন আমরা মাথা তুলে দাঁড়িয়ে পাল্টা হামলা চালানো শিখে নিয়েছি৷ এই আগ্রাসী ভূমিকাটা শুরু হয়েছিল দাদার (সৌরভ) সময়ে৷ দাদার টিম শুরু করেছিল, আমরা জাস্ট এগিয়ে নিয়ে যাচ্ছি৷ যে কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে আমাদের বোলারর এখন অকুতভয় ও আত্মবিশ্বাসী৷'