আরও পড়ুন - IND vs NZ all out 62: অশ্বিন, সিরাজদের দাপটে নতুন লজ্জায় নিউজিল্যান্ড, ৬২ রানে অলআউট
যখন খারাপ সময় চলে, কোন কিছুই ঠিক চলে না, তখন একটা কঠিন ম্যাচ থেকেও ১ পয়েন্ট অর্জন আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। চেন্নাই এক্সপ্রেসকে আটকে দিল ইস্টবেঙ্গল ( Chennaiyin vs SC East draw)। শীর্ষে রইল চেন্নাই। নবম স্থানে ইস্ট বেঙ্গল। হারের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের। চেন্নাই এর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল হলুদ ৭০ মিনিটের মাথায় একটা গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। চিমা ( Daniel Chima) কয়েক সেকেন্ড দেরি করে ফেলায় গোল পায়নি ইস্টবেঙ্গল।
advertisement
৭৪ মিনিটে আবার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। দেরভিসিভিচ দুরন্ত ফ্রি কিক থেকে রাজুর হেড নিশানায় থাকেনি। সুযোগ পেয়েছিলেন রফিক। কিন্তু শট নিতে দেরি করায় গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে শেষ ১০ মিনিটে জবি জাস্টিনকে নামিয়ে গোল করার চেষ্টা করে চেন্নাইন। কিন্তু পুরনো ক্লাব ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে কিছু করে উঠতে পারেননি কেরলের স্ট্রাইকার। এদিন ইস্টবেঙ্গল এর সেরা খেলোয়াড় ছিলেন বৈদ্যবাটির হীরা মণ্ডল ( Hira Mondal man of the match)। ম্যাচের সেরাও তিনি।
আরও পড়ুন - Ajaz Patel 10 wickets : আজাজ প্যাটেলের ১০ উইকেট, স্পর্শ করলেন জিম লেকার, কুম্বলেকে
তবে অতিরিক্ত সময় চেন্নাইয়ের চাংতে সহজ সুযোগ না হারালে ম্যাচের ভাগ্য হয়তো দক্ষিণের দলের পক্ষেই যেত। তবে শেষ মিনিটে চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। কর্নার এবং ফ্রিকিক আদায় করে নিতে থাকে তারা। ভাগ্য সহায় হলে হয়তো একটা গোল পেলেও পেতে পারত। হীরা মণ্ডল ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি জানান এই পুরস্কার নিজের মাকে উৎসর্গ করতে চান।
ছোটবেলা থেকে অনেক লড়াই করে সংসার চালিয়েছেন মা। হীরা মণ্ডলকে ফুটবলার করে তোলার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। মা না থাকলে অভাবের সংসারে ফুটবলার হয়ে ওঠা হত না। ম্যাচ সেরা হয়ে ৫০ হাজার টাকা পেয়েছেন হীরা। ২০১৫ সালে কলকাতা পর্ট ট্রাস্ট থেকে উত্থান। টালিগঞ্জ, পিয়ারলেস হয়ে প্রথম বড় ক্লাব মোহামেডান।
খেলেছেন ইস্টবেঙ্গল বি দলেও। এবার ভারতীয় ফুটবলের সেরা লিগ আইএসএলে তার উপর ভরসা রেখেছিলেন লাল হলুদ ম্যানেজমেন্ট। বিশ্বাস অর্জন করতে পেরে খুশি বৈদ্যবাটির ছেলে। ইস্টবেঙ্গল জিততে না পারলেও, চেন্নাইকে আটকে দিয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করেছে মনে করেন হীরা। পাশাপাশি দলে নিজেকে অপরিহার্য করে তুলতে আরও পরিশ্রম করবেন জানিয়েছেন বঙ্গসন্তান।