শনিবারে আইএসএল ডার্বি বিগত মরশুমগুলির থেকে যে আলাদা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত আইএসএলে ডার্বি জয়ের স্বাদ পায়নি লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের ক্ষতে প্রলেপ দিতে আরও একবার ইস্টবেঙ্গলকে এই স্বাদ পাওয়া থেকে বঞ্চিত রাখতে মরিয়া বাগান। আর সুপার কাপে যে মোহনবাগান দল খেলেছিল তার থেকেও শনিবারে হাবাসের দলের শক্তি কয়েক গুণ বেশি। কারণ জাতীয় দলে থাকা বাগানের সব প্লেয়াররাই যোগ দিয়েছেন ক্লাব দলে।
advertisement
বিগত ২ সপ্তাহ ধরে ২ বেলা করে অনুশীলন করিয়েছেন হাবাস। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নিজের মত করে রণনীতি তৈরি করেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। ফলে শনিবার যুবভারতীতে দুই স্প্য়ানিশ কোচের মস্তিষ্কের দ্বৈরথ দেখা যাবে। দুজনেই আগে একে অপরের বিরুদ্ধে খেলেছেন, দুজনের স্টাইল সম্পর্কেও অবগত। উলে শেষ হাসি কে হাসে সেই উত্তর মিলবে শনিবারের যুবভারতীতে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই ঝাপাতে চলেছে মোহনবাগান। আশিক কুরিয়ানের চোট সারেনি ও আব্দুল সামাদের খেলা নিয়ে অনিশ্চিয়তা থাকলেও মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু এবং বিশাল কাইতদের দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফলে দেশি-বিদেশী মিলিয়ে এই মোহনবাগান দলকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে যে সহজ হবে না সেই কথা বলাই যায়।