TRENDING:

East Bengal vs Mohun Bagan: চাই সুপার কাপের বদলা! যুবভারতীতে ইস্টবেঙ্গলকে মাত দিতে তৈরি মোহনবাগান

Last Updated:

East Bengal vs Mohun Bagan: চির প্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে হেরেই সুপার কাপ থেক বিদায় নিয়েছিল মোহনবাগাব। বিগত ২ সপ্তাহদের প্রচারের আড়ালে নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে সেরেছেন ডার্বির প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিকে সুপার কাপ জিতে আলোচনায় ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে এই ইস্টবেঙ্গল সম্পূর্ণ অন্য দল। এ যেন অনেকটা উল্টে দেখুন পাল্টে যাওয়ার মত ব্যাপার। অপরদিকে, চির প্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে হেরেই সুপার কাপ থেক বিদায় নিয়েছিল মোহনবাগান। বিগত ২ সপ্তাহ ধরে প্রচারের আড়ালে নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে সেরেছে ডার্বির প্রস্তুতি। বদলার ম্যাচে জয় চাইছে সবুজ-মেরুণ ব্রিগেড। ফলে শনিবাসরীয় আইএসএল ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গন দেখতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই।
advertisement

শনিবারে আইএসএল ডার্বি বিগত মরশুমগুলির থেকে যে আলাদা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত আইএসএলে ডার্বি জয়ের স্বাদ পায়নি লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের ক্ষতে প্রলেপ দিতে আরও একবার ইস্টবেঙ্গলকে এই স্বাদ পাওয়া থেকে বঞ্চিত রাখতে মরিয়া বাগান। আর সুপার কাপে যে মোহনবাগান দল খেলেছিল তার থেকেও শনিবারে হাবাসের দলের শক্তি কয়েক গুণ বেশি। কারণ জাতীয় দলে থাকা বাগানের সব প্লেয়াররাই যোগ দিয়েছেন ক্লাব দলে।

advertisement

বিগত ২ সপ্তাহ ধরে ২ বেলা করে অনুশীলন করিয়েছেন হাবাস। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নিজের মত করে রণনীতি তৈরি করেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। ফলে শনিবার যুবভারতীতে দুই স্প্য়ানিশ কোচের মস্তিষ্কের দ্বৈরথ দেখা যাবে। দুজনেই আগে একে অপরের বিরুদ্ধে খেলেছেন, দুজনের স্টাইল সম্পর্কেও অবগত। উলে শেষ হাসি কে হাসে সেই উত্তর মিলবে শনিবারের যুবভারতীতে।

advertisement

আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: আরও এক চ্যালেঞ্জ! শনিবার কার্লোস কুয়াদ্রাতের সামনে ইতিহাস বদলের লড়াই, স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল ফ্যানেরা

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই ঝাপাতে চলেছে মোহনবাগান। আশিক কুরিয়ানের চোট সারেনি ও আব্দুল সামাদের খেলা নিয়ে অনিশ্চিয়তা থাকলেও মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু এবং বিশাল কাইতদের দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফলে দেশি-বিদেশী মিলিয়ে এই মোহনবাগান দলকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে যে সহজ হবে না সেই কথা বলাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: চাই সুপার কাপের বদলা! যুবভারতীতে ইস্টবেঙ্গলকে মাত দিতে তৈরি মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল