মোহনবাগান সুপারজায়ান্টের চিফ কোচ বদল হল। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। তাঁর জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য জুয়ান ফেরান্দোকে ধন্যবাদ।
আরও পড়ুন – Weekend Tour: পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরণা, যেন উপচে পড়া যৌবন, এখানে এলে মাস্ট ঘুরে দেখুন
advertisement
এবার আইএসএলে শুরুটা ভাল হলেও ইদানিং সময়টা ভাল যাচ্ছিল না মোহনবাগানের। চোটআঘাতে জর্জরিত ছিল দল। এই পরিস্থিতিতে টানা তিনটি ম্যাচ হারতে হয় সবুজ-মেরুনকে। দারুণ দল গড়েও টানা হারের জ্বালা সহ্য করতে পারেননি মোহনবাগান সমর্থকরা। গ্যালারি থেকেই ধ্বনি উঠেছিল, ‘গো ব্যাক ফেরান্দো।’
হাবাসের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সুপার কাপ৷ এর আগে ফেরান্দো আইএসএল ও ডুরান্ড জেতে৷ ফেরান্দোর কোচিংয়ে ২০২২-২৩ সালে আইএসএল জিতেছিল মোহনবাগান৷
Eron Roy Burman