এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে পাওয়া যায় মোহবাগানকে। মাঝমাঠের দখল নিয়ে গড়ে তোলে একের পর আক্রমণ। ম্যাচের ৭ মিনিটে গোলের মুখ খুলে ফেলে বাগান। জনি কাউকো জামশেদপুরের ডিফেন্সকে ভেঙে বল নিয়ে উপরে ওঠেন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনবীর সিং-কে তিনি পাস বাড়ান। মনবীর আবার কাটব্যাক দিয়ে পেত্রাতোসকে বল বাড়ান। সেখান থেকে দুরন্ত গোল করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল আসেনি।
advertisement
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে জামশেদপুর। অপরদিকে, লিড বাড়াতে মরিয়া হয়ে বারবার জামশেদপুররের ডিপ ডিফেন্সে চাপ বাড়াতে থাকে বাগান। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করে মোহনবাগান। জনি কাউকো আক্রমণ শুরু করেন। তিনি বল বাড়ান মনবীরকে। মনবীর ওপেনিংয়ের জন্য কামিন্সের কাছে বল বাড়ান। সেখান থেকে কার্যত একক দক্ষতায় বল নিয়ে উঠে গোল করেন কামিন্স।
আরও পড়ুনঃ IPL 2024: বলুন তো, আইপিএলের ইতিহাসে কে ৬ বলে ৬টি চার মেরেছেন? তালিকায় রয়েছে ২ জন
জামশেদপুরের কফিনে শেষ পেরেক পোতেন আর্মান্দো সাদিকু। কামিন্স রিভার্স পাস বাড়ান মনবীরকে। মনবীর সাদিকুকে একটি দুরন্ত পাস বাড়ান। আর সাদিকু গোলের সুযোগ হাতছাড়া করেননি। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিল না খালেদ জামিলের দলের সামনে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাস ব্রিগেড।