TRENDING:

East Bengal: নন্দর গোলে চেন্নাই 'বধ' ইস্টবেঙ্গলের, টিকে থাকল লাল-হলুদের প্লে অফের আশা

Last Updated:

East Bengal: হার থেকে শিক্ষা নিয়ে কিছুটা ঘুড়ে দাঁড়াল লাল-হলুদ ব্রিগেড। সোমবার ঘরের মাঠে চেন্নাইকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ম্যাচে ১ মাত্র গোলটি করেন নন্দকুমার। এই জয়ের ফলে শেষ ছয়ে থাকার দৌড়ে টিকে থাকল কুয়াদ্রাত ব্রিগেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ২-১ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যার ফলে প্লে অফে যাওযার পথে জোর ধাক্কা খেতে হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দলকে। সেই হার থেকে শিক্ষা নিয়ে কিছুটা ঘুড়ে দাঁড়াল লাল-হলুদ ব্রিগেড। সোমবার ঘরের মাঠে চেন্নাইকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ম্যাচে ১ মাত্র গোলটি করেন নন্দকুমার। এই জয়ের ফলে শেষ ছয়ে থাকার দৌড়ে টিকে থাকল কুয়াদ্রাত ব্রিগেড।
advertisement

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ চলে খেলা। ম্যাচর শুরুতেই ফ্রি কিক পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে ক্লেইটন গোলের মুখ খুলতে পারেননি। এরপরও ক্লেইটন, নন্দকুমার,ফোর্বসরা কয়েকবার গোলের কাছে চলে গিয়েছিল। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠে ফারুক-সাংওয়ানরা। কিন্তু লাল-হলুদ রক্ষণকে ভাঙতে পারেনি। প্রথার্ধের খেলা শেষ হয় গোল শূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৬৫ মিনিটে ফুটবল দেবতা সহায় হয় কার্লোস কুয়াদ্রাতের দলের।  ভিক্টরের থেকে নন্দকুমার বাঁ দিকের পোস্টে বল পান। তিনি লক্ষ্যে শট মারেন। বলটি চেন্নাইয়ের ফুটবলারের পায়ে লেগে জালে জড়ায়। ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর চেন্নাই একাধিক সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেনি। গত ম্যাচে যে ভুল করেছিল লাল-হলুদ রক্ষণ, এদিন তা দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠে ছাড়ে লাল-হলুদ ব্রিগেড।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদীর নাম কী? আপনি যেটা ভাবেন তা নয়

এই জয়ের ফলে আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল লাল-হলুদ। বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় উঠে এল আট নম্বরে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচে জিততেই হত। কারণ এর পর কিন্তু কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে কুয়াদ্রাত ব্রিগেডকে। পরের চার ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ যথাক্রমে ওড়িশা, গোয়া, মোহনবাগান এবং কেরল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: নন্দর গোলে চেন্নাই 'বধ' ইস্টবেঙ্গলের, টিকে থাকল লাল-হলুদের প্লে অফের আশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল