TRENDING:

Ishan Kishan : এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ

Last Updated:

Ishan Kishan will get his place back in T20 World Cup says coach. এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছোটবেলা থেকে তার হাতেই বড় হয়ে উঠেছেন ঈশান কিষান। ভারতের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান যে কতটা ভয়ংকর হতে পারেন নিজের দিনে তার প্রমাণ পাওয়া গিয়েছে আগেই। কিন্তু এশিয়া কাপে ঈশানকে দলে রাখার প্রয়োজন মনে করেননি নির্বাচকরা। রাতে অবশ্য ঈশান হতাশ হয়ে যাওয়ার এবং ভেঙে পড়ার ছেলে নন মনে করেন উত্তম মজুমদার।
এশিয়া কাপে বাদ পড়ে ভেঙে পড়েননি ঈশান
এশিয়া কাপে বাদ পড়ে ভেঙে পড়েননি ঈশান
advertisement

বাঙালি কোচ বলছেন ঈশানের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বুঝিয়েছেন এটা শক্ত থাকার সময়, নিজেকে তৈরি করার সময়। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। উত্তম আত্মবিশ্বাসী ওই দলে জায়গা করে নেবেন ঈশান। এবছর ভারতের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে ৪৩০ রান করেছেন ঈশান। গড় ৩১। বাকিদের তুলনায় ভাল।

আরও পড়ুন - East Bengal : তিনজন ব্রাজিলিয়ান, একজন স্প্যানিশ এবং সাইপ্রাসের ফুটবলারের নাম ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের

advertisement

কোচ মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে একজন বাঁহাতি ওপেনার প্রয়োজন হবে ভারতের। যেখানে ঈশানের মত আগ্রাসী ব্যাটসম্যানকে প্রয়োজন। কারণ পাওয়ার প্লে কাজে লাগানোর ক্ষেত্রে ঈশান যথেষ্ট কার্যকর। অস্ট্রেলিয়ার উইকেটে কাট এবং পুল মারতে পারে এমন ব্যাটসম্যান প্রয়োজন। এটাই প্লাস পয়েন্ট ঈশানের।

তাছাড়া রোহিত শর্মা ঈশানকে পছন্দ করে। দুজনের মধ্যে বোঝাপড়া ভাল। ঈশান নিজেও জানিয়েছেন তিনি এশিয়া কাপে বাদ পড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি আশাবাদী নিজেকে প্রমাণ করে অস্ট্রেলিয়ার বিমানে জায়গা করে নিতে পারবেন। তবে অনেকেই মনে করছেন কে এল রাহুল ফিট হয়ে গেলে হয়তো বিশ্বকাপে ওপেনার হিসেবে জায়গা হবে না ঈশানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হয়তো ব্যাক আপ হিসেবে থাকবেন তিনি। ঝাড়খণ্ডের ক্রিকেটারটি অবশ্য অত শত ভাবতে নারাজ। যে করেই হোক ভারতের জার্সিতে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে মরিয়া। এই লড়াইয়ে তাকে অক্সিজেন দিচ্ছেন বাঙালি কোচ উত্তম মজুমদার। উত্তম আশাবাদী ঈশান যে ধরনের মানসিকতা রাখে তাতে অস্ট্রেলিয়ার মাটিতে যাবতীয় সমালোচনার জবাব দেওয়া তার পক্ষে কঠিন ব্যাপার হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan : এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল