বাঙালি কোচ বলছেন ঈশানের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বুঝিয়েছেন এটা শক্ত থাকার সময়, নিজেকে তৈরি করার সময়। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। উত্তম আত্মবিশ্বাসী ওই দলে জায়গা করে নেবেন ঈশান। এবছর ভারতের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে ৪৩০ রান করেছেন ঈশান। গড় ৩১। বাকিদের তুলনায় ভাল।
advertisement
কোচ মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে একজন বাঁহাতি ওপেনার প্রয়োজন হবে ভারতের। যেখানে ঈশানের মত আগ্রাসী ব্যাটসম্যানকে প্রয়োজন। কারণ পাওয়ার প্লে কাজে লাগানোর ক্ষেত্রে ঈশান যথেষ্ট কার্যকর। অস্ট্রেলিয়ার উইকেটে কাট এবং পুল মারতে পারে এমন ব্যাটসম্যান প্রয়োজন। এটাই প্লাস পয়েন্ট ঈশানের।
তাছাড়া রোহিত শর্মা ঈশানকে পছন্দ করে। দুজনের মধ্যে বোঝাপড়া ভাল। ঈশান নিজেও জানিয়েছেন তিনি এশিয়া কাপে বাদ পড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি আশাবাদী নিজেকে প্রমাণ করে অস্ট্রেলিয়ার বিমানে জায়গা করে নিতে পারবেন। তবে অনেকেই মনে করছেন কে এল রাহুল ফিট হয়ে গেলে হয়তো বিশ্বকাপে ওপেনার হিসেবে জায়গা হবে না ঈশানের।
হয়তো ব্যাক আপ হিসেবে থাকবেন তিনি। ঝাড়খণ্ডের ক্রিকেটারটি অবশ্য অত শত ভাবতে নারাজ। যে করেই হোক ভারতের জার্সিতে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে মরিয়া। এই লড়াইয়ে তাকে অক্সিজেন দিচ্ছেন বাঙালি কোচ উত্তম মজুমদার। উত্তম আশাবাদী ঈশান যে ধরনের মানসিকতা রাখে তাতে অস্ট্রেলিয়ার মাটিতে যাবতীয় সমালোচনার জবাব দেওয়া তার পক্ষে কঠিন ব্যাপার হবে না।