৮৫ বলে ঝোড়ো সেঞ্চুরি করা এই বাঁহাতি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটিকে রূপ দিয়েছেন ডাবলে, ১২৬ বলেই। যেটি কিনা ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। ফেরার পথে কিষাণ অভিনন্দন পেলেন বাংলাদেশ দলেরও।
লিটন দাস তো অনেকটা পথ দৌড়ে গিয়ে অভিনন্দন জানিয়ে এলেন লিটনও। কিষাণের ইনিংসটি ছিল এমনই বিশেষ কিছু। আউট হওয়ার আগে কোহলির সঙ্গে কিষাণের জুটিতে উঠেছে ২৯০ রান। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে ওয়ানডেতে এখন এটিই সর্বোচ্চ।
advertisement
তাসকিনকে তুলে মেরেছিলেন। লং অনে অবশেষে লিটন দাসের হাতে ধরা পড়লেন। ১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ঈশান কিষাণ। ২৪ বাউন্ডারি এবং দশটি ছক্কা মারেন ঈশান। এরপর বিরাট কোহলি একদিনের ক্রিকেটে নিজের শত রান করে ফেললেন। ছয় মেরে সেঞ্চুরি করেন বিরাট। ২০১৯ আগস্ট মাসের পর একদিনের ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।