TRENDING:

ISFFI 2025: খেলা নিয়ে সিনেমার উৎসব ! নন্দনে শুরু হচ্ছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল

Last Updated:

১১ থেকে ১৫ ফেব্রুয়ারি দুপুর ১.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। তার আগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই ফেস্টিভ্যালের ঘোষণা করে দিলেন আয়োজকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরও একটা ফিল্ম ফেস্টিভ্যাল। তবে এবার বিষয়টা একটু অন্যরকম ৷ কারণ এই চলচিত্র উৎসব শুধুমাত্র খেলাধূলার ছবি নিয়ে। এই নিয়ে তৃতীয় বছরে পা দিল ‘ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উপস্থিতিতে সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ উদ্বোধন হবে এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের। তবে সব সিনেমা দেখা যাবে নন্দন থ্রি-তে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি দুপুর ১.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। তার আগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই ফেস্টিভ্যালের ঘোষণা করে দিলেন আয়োজকরা।
নন্দনে শুরু হচ্ছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল
নন্দনে শুরু হচ্ছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল
advertisement

আরও পড়ুন– প্রবল কুয়াশা যখন! খেলা শেষে মাঠ ছাড়লেন সতীর্থরা, গোলপোস্ট আঁকড়ে একা প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থেকেছিলেন এই গোলকিপার! ফুটবল ইতিহাসের এক রূপকথা

কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে। সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার। যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা বেশ কয়েকটা সিনেমা। আরও জায়গায় যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেদিকেও লক্ষ্য রয়েছে আয়োজকদের ৷

advertisement

এবারের ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশ বিভিন্ন ভাষায় থেকে দেখা যাবে মোট ২৪টি ছবি। প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা। অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), ইউএসএ (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে। এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি LGBTQ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস। মূলত দেশের ক্রীড়া জগতে পিঙ্কি প্রামানিক এবং দ্যুতি চাঁদদের মতন খেলোয়াড়দের অনফিল্ড এবং অফফিল্ড লড়াইয়ের একাধিক কাহিনি দেখা যাবে এই ফিল্ম ফেস্টিভ্যালে।

advertisement

আরও পড়ুন– ‘অতিথিদের স্বাগত জানাবেন…’ বিয়ের কার্ড দেখে ভয়ে কাঁপতে শুরু করলেন নিমন্ত্রিতরা ! এমনটা কীভাবে সম্ভব?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই ফেস্টিভ্যালে তিনটি ভিন্ন বিভাগে দেওয়া হবে পুরস্কার। তার মধ্যে রয়েছে ফিকশন, নন ফিকশন ও এলজবিটিকিউ)। ফেস্টিভ্যাল শুরু হবে ইরানিয়ান ছবি ‘আলি ভার্সেস আলি’ দিয়ে। শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে। এই উৎসব দেশের ক্রীড়াপ্রেমীদর জন্য বাড়তি প্রাপ্তি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ISFFI 2025: খেলা নিয়ে সিনেমার উৎসব ! নন্দনে শুরু হচ্ছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল