কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে। সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার। যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা বেশ কয়েকটা সিনেমা। আরও জায়গায় যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেদিকেও লক্ষ্য রয়েছে আয়োজকদের ৷
advertisement
এবারের ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশ বিভিন্ন ভাষায় থেকে দেখা যাবে মোট ২৪টি ছবি। প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা। অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), ইউএসএ (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে। এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি LGBTQ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস। মূলত দেশের ক্রীড়া জগতে পিঙ্কি প্রামানিক এবং দ্যুতি চাঁদদের মতন খেলোয়াড়দের অনফিল্ড এবং অফফিল্ড লড়াইয়ের একাধিক কাহিনি দেখা যাবে এই ফিল্ম ফেস্টিভ্যালে।
এই ফেস্টিভ্যালে তিনটি ভিন্ন বিভাগে দেওয়া হবে পুরস্কার। তার মধ্যে রয়েছে ফিকশন, নন ফিকশন ও এলজবিটিকিউ)। ফেস্টিভ্যাল শুরু হবে ইরানিয়ান ছবি ‘আলি ভার্সেস আলি’ দিয়ে। শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে। এই উৎসব দেশের ক্রীড়াপ্রেমীদর জন্য বাড়তি প্রাপ্তি।