প্রাক্তন অলরাউন্ডার ইরফান বেছে নিয়েছেন রাজ্যবর্ধন হাঙ্গরগেকরকে। ইরফান মনে করেন রাজ্যবর্ধন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের অন্যতম আবিষ্কার ছিলেন। বড় অলরাউন্ডার হতে পারেন নিজেকে ধরে রাখতে পারলে। উচ্চতা ভাল, বলে জোর আছে, ব্যাট হাতে বড় শট খেলতে পারেন। মহারাষ্ট্রের এই ক্রিকেটার নিলামে দেড় কোটি টাকায় যোগ দিয়েছেন চেন্নাই দলে।
advertisement
পাঠান নিশ্চিত হাঙ্গরগেকরকে নিজে হাতে তৈরি করে নেবেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার চেনার ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি ধোনিকেও সেরার আসনে রাখেন ইরফান। নিলামে রাজ্যবর্ধনকে চেন্নাইয়ের টার্গেট করার পেছনে ধোনির মস্তিষ্ক ছিল নিশ্চিত ইরফান। তার কথায় ছেলেটাকে আইপিএল শুরু হওয়ার আগে টেকনিক্যালি এবং মানসিকভাবে অনেক সহজ করে দেবে মাহি।
যেভাবে ক্রিকেট ম্যাচের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তার নিয়ন্ত্রণ রাখা ধোনির মজ্জাগত, সেটা তরুণ রাজ্যবর্ধনকে মাঠে এবং মাঠের বাইরে সঠিক রাস্তায় নিয়ে যাবেন ধোনি। দীপক চাহার নতুন বল হাতে ভারতবর্ষের অন্যতম সেরা বোলার। তিনি ফিট হয়ে গেলে প্রথম দলে ফিরে আসবেন। কিন্তু ইরফান নিশ্চিত চেন্নাইতে প্রথম বছর কাটানোর পর পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন হাঙ্গরগেকর।