প্রসঙ্গ বলে লালা লাগানো
বলে লালা লাগানোর নিষিদ্ধ হয়েছে এই প্রসঙ্গে ইরফান পাঠান বলেন নতুন বলের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কিন্তু পুরনো বলে ক্ষেত্রে বোলারদের অসুবিধায় পড়তে হতে পারে বলের পালিশ তখন উঠে যায়। তখন একমাত্র হাওয়ায় মুভ করানো ছাড়া রাস্তা থাকে না। এটা ব্যাটসম্যানদের পক্ষে অ্যাডভান্টেজ।
প্রসঙ্গ আইপিএল
advertisement
আইপিএলের কোন দলকেই এগিয়ে পিছিয়ে রাখা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খাতায় কলমে ভাল দল করেছে ।কিন্তু অন্তত প্রথম তিনটি ম্যাচ না যাওয়া পর্যন্ত কোনো রকম প্রেডিকশন করা যাবে না।
ভারতীয় দলের বোলিং
ভারতীয় দলের বোলিং বিভাগে অনেক বৈচিত্র আছে । এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বোলিং শক্তি সব থেকে সেরা। চলতি বছরে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের জন্য বাড়তি সুবিধা দেবে এই বোলিং।
রাহুল রোহিত জুটি
রাহুল রোহিত শর্মা দারুন একটি কম্বিনেশন। চলতি বছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আগামী বছর একদিনের বিশ্বকাপ রয়েছে। আমার মতে ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আইসিসি ট্রফি জেতার।
ফুটবল
আই লিগে পরপর চারটি ম্যাচে জিতেছে মহমেডান। হয়তো শেষ ম্যাচে হেরে গেছে আশা করছি এ বছর আই লিগ চ্যাম্পিয়ন হয় আগামী বছর ক্লাবকে আইএসএল এ দেখতে পাব। এই দেশে মহমেডান ক্লাবের ঐতিহ্য সম্পর্কে সকলেরই জানা। শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।
এছাড়াও মনোজ তিওয়ারী, মনিদ্বর বিসলা, অরূপ বিশ্বাস সহ মহমেডান কর্তারা উপস্তিত ছিলেন।